মু্ম্বই, 12 সেপ্টেম্বর:উদ্বোধনী উইকএন্ডেই বক্স অফিসে শোরগোল ফেলে দিল রণলিয়া জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'(Brahmastra Part One Shiva) ৷ প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয়ের নিরিখে দু'শো কোটির ক্লাবে পা রাখল এই ছবি ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার এই খবর শেয়ার করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ এখনও পর্যন্ত বিশ্বব্য়াপী 225 কোটি টাকা আয় করেছে এই ছবি (Brahmastra earns 225 crore worldwide gross)৷ 'ওয়েক আপ সিড' এবং 'ইয়ে জওয়ানি হ্য়ায় দিওয়ানি' ছবির পরিচালক অয়নের একটি অ্যাম্বিসাস প্রজেক্ট ছিল 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ৷ প্রায় 9 বছরের পরিশ্রম রয়েছে এই ছবির পিছনে ৷ গত 9 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ আর প্রথম সপ্তাহান্তের রিপোর্ট বলছে হাজারো সমালোচনা সত্ত্বেও দর্শকদের মন টানতে সফল হয়েছে এই ছবি (Brahmastra gross box office collection worldwide )৷
দর্শকদের সে কারণে ধন্যবাদ জানাতে ভোলেননি পরিচালক ৷ অয়ন লেখেন, "ব্রহ্মাস্ত্র প্রথম উইকএন্ডে দুর্দান্ত শুরু করেছে! এই অনুভূতিটি কেবল মাত্র কৃতজ্ঞতার ৷ আমাদের দর্শকদের জন্য় অফুরন্ত কৃতজ্ঞতা! দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা আমাদের ছবি নিয়ে কাজ করার একমাত্র পুরস্কার ৷ ব্রহ্মাস্ত্র ট্রিলজির ভবিষ্যত এবং অ্যাস্ট্রাভার্স সবই দর্শকদের হাতে রয়েছে ৷ যা আমরা এই সপ্তাহে দর্শকদের কাছে পেয়েছি..."