পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 11, 2022, 4:47 PM IST

ETV Bharat / entertainment

Brahmastra Box Office Collection: 2 দিনেই বিশ্বব্যাপী ₹150 কোটির ব্যবসা করে ফেলল ব্রহ্মাস্ত্র

2 দিনেই বিশ্বব্যাপী 150 কোটিও (Brahmastra crosses Rs 150 crore mark) বেশি টাকার ব্যবসা করে ফেলল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের ছবি ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা (Brahmastra Part One: Shiva)৷ এমনই দাবি করলেন ছবির নির্মাতারা (Brahmastra Box Office Collection)৷

Brahmastra crosses Rs 150 crore mark worldwide in 2 days
2 দিনেই বিশ্বব্যাপী ₹150 কোটির ব্যবসা করে ফেলল ব্রহ্মাস্ত্র

মুম্বই, 11 সেপ্টেম্বর: প্রথম দুদিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা (Brahmastra Part One: Shiva)৷ 150 কোটি টাকা (Brahmastra crosses Rs 150 crore mark) ছাড়িয়ে গেল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) ছবির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ৷ সংবাদসংস্থা পিটিআই-কে উদ্ধৃত করে এমনই দাবি করেছেন ছবির নির্মাতারা (Brahmastra Box Office Collection)৷

প্রযোজক সংস্থা স্টার স্টুডিয়ো ও ধর্মা প্রোডাকশনসের বিগ-বাজেট ফ্যান্টসি-অ্যাডভেঞ্চার মুক্তির দিনেই 75 কোটি টাকার ব্যবসা করেছিল ৷ আর দ্বিতীয় দিন এই সংখ্যাটা গিয়ে পৌঁছয় 85 কোটি টাকায় ৷ দু দিন মিলিয়ে মোট 160 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ব্রহ্মাস্ত্র ৷

পিটিআই-কে উদ্ধৃত করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নির্মাতারা জানিয়েছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রেক্ষাগৃহ মালিক ও দর্শকদের কাছে দারুণ আনন্দের ধারা এগিয়ে নিয়ে চলেছে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা ৷ বিশ্বব্যাপী এই ছবি দারুণ সাড়া পেয়েছে দর্শকদের থেকে ৷ প্রথম দিনে 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকা ৷"

আরও পড়ুন:প্রথম দিন 'আরআরআর'কে পিছনে ফেলে দিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'

নির্মাতাদের দাবি, "এটা একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেইনার ৷ এই ছবিতে রয়েছে অ্যাকশন, রোম্যান্স, ড্রামা, দুরন্ত জিএফএক্স ৷ সব বয়সের দর্শকের এই ছবি ভালো লাগবে ৷" অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি তৈরি করতে খবচ হয়েছে 400 কোটি টাকা ৷ মুক্তি পেতে না পেতেই ছবি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে দেওয়ায় উচ্ছ্বসিত পরিচালকও ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিল্মের দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশন তিনিও শেয়ার করেছেন ৷ আর লিখেছেন, "ভালোবাসার থেকে বড় ব্রহ্মাস্ত্র এই পৃথিবীতে নেই ৷ এই সপ্তাহান্তে প্রেক্ষাগৃহে ভালোবাসা ও আলো ছড়ানোর জন্য আমাদের সব দর্শককে ধন্যবাদ ৷"

প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দেয় রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷ বিশ্বব্যাপী 8,913টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি (ভারতে 5,019টি স্ক্রিন এবং বিদেশে 3,894টি স্ক্রিন) ৷

ABOUT THE AUTHOR

...view details