মুম্বই, 11 সেপ্টেম্বর: প্রথম দুদিনেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা (Brahmastra Part One: Shiva)৷ 150 কোটি টাকা (Brahmastra crosses Rs 150 crore mark) ছাড়িয়ে গেল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) ছবির বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ৷ সংবাদসংস্থা পিটিআই-কে উদ্ধৃত করে এমনই দাবি করেছেন ছবির নির্মাতারা (Brahmastra Box Office Collection)৷
প্রযোজক সংস্থা স্টার স্টুডিয়ো ও ধর্মা প্রোডাকশনসের বিগ-বাজেট ফ্যান্টসি-অ্যাডভেঞ্চার মুক্তির দিনেই 75 কোটি টাকার ব্যবসা করেছিল ৷ আর দ্বিতীয় দিন এই সংখ্যাটা গিয়ে পৌঁছয় 85 কোটি টাকায় ৷ দু দিন মিলিয়ে মোট 160 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ব্রহ্মাস্ত্র ৷
পিটিআই-কে উদ্ধৃত করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নির্মাতারা জানিয়েছেন, "ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রেক্ষাগৃহ মালিক ও দর্শকদের কাছে দারুণ আনন্দের ধারা এগিয়ে নিয়ে চলেছে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা ৷ বিশ্বব্যাপী এই ছবি দারুণ সাড়া পেয়েছে দর্শকদের থেকে ৷ প্রথম দিনে 75 কোটি টাকা ও দ্বিতীয় দিনে 85 কোটি টাকা ৷"