মুম্বই, 10সেপ্টেম্বর: পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের অ্যাম্বিসাস প্রজেক্ট 'ব্রহ্মাস্ত্র' 9 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে(Brahmastra box office collection Day 1 ) ৷ রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মৌনি রায়, নাগার্জুন-সব মিলিয়ে কার্যত চাঁদের হাট এই ছবির স্টার কাস্ট ৷ এবার প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷ বিশ্বব্যাপী 8,913টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি (ভারতে 5,019টি স্ক্রিন এবং বিদেশে 3,894টি স্ক্রিন) ৷
যদিও চলচ্চিত্র সমালোচকদের কাছে এই ছবি তেমন ভালো নম্বর পায়নি (Brahmastra Day 1 business )৷ দুর্বল চিত্রনাট্য, ততোধিক দুর্বল সংলাপ, গল্পের নিখুঁত বাঁধুনীর অভাব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে ৷ তবে প্রথম দিনে বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি ৷ ট্রেড ওয়েবসাইট BoxOfficeIndia.com-এর দেওয়া তথ্য় অনুযায়ী প্রথম দিনে 'ব্রহ্মাস্ত্র' প্রায় 35 থেকে 36 কোটি টাকা আয় করেছে ।
প্রসঙ্গত এই ছবির প্রি-বুকিং ছিল বেশ ভালো ৷ বয়কট অভিযান সত্ত্বেও প্রথমদিনে 'আরআরআর' ছবিকে যেভাবে পিছনে ফেলে দিয়েছে এই ছবি তাতে স্বস্তি বোধ করতেই পারেন পরিচালক অয়ন (Brahmastra surpassed RRR opening day numbers)৷ একইসঙ্গে জানা গিয়েছে বিশ্বব্য়াপী প্রথমদিনে এই ছবি আয় করেছে প্রায় 75 কোটি টাকা ৷