মুম্বই, 3 জুলাই: 'পাঠান' ছবির বিপুল সাফল্যের পর শাহরুখ খানকে চর্চা এখন তুঙ্গে ৷ কেমন হবে বলিউডের এই বেতাজ বাদশাহের আগামী ছবি ? সেটাই এখন দেখার ৷ আগামী ছবি 'জওয়ান'-এর জন্য় দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ৷ অর্থাৎ আরও একবার তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে ৷ এবার সামনে এল আরও একটি বড় খবর ৷ জানা গিয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজের নতুন ছবি 'মিশন: ইম্পসিবল-ডেড রিকনিং পার্ট ওয়ান'-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার ৷
টমের সঙ্গে হাত মেলালেন শাহরুখ: টমের এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী 12 জুলাই ৷ থিয়েটারে এই ছবি শুরুর আগেই দেখানো হবে শাহরুখের ছবির ট্রেলার ৷ টমের সঙ্গে কিং খানের এই জোট যে বেশ গুরুত্বপূর্ণ এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ দু'জনেরই সারা পৃথিবী জুড়ে বিপুল সংখ্য়ক অনুরাগী রয়েছেন ৷ তাই 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তির এই খবর ছড়িয়ে পড়তে না পড়তেই তা নিয়ে সোশাল মিডিয়ায় হইচই শুরু হয়ে যায় শাহরুখ ফ্যানেদের মধ্য়ে ৷