পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Box Office Collection of Chinebadam : 'কাঁচা বাদাম' বিকোলেও বিকোল না 'চিনে বাদাম', প্রথম দিনে ঘরে এল না এক লাখও - Box Office Collection of Chinebadam

প্রথম দিনেই বক্স অফিসে ধুঁকছে যশ দাশগুপ্ত-এনা সাহার নতুন ছবি 'চিনে বাদাম' ৷ বিক্রি হয়নি 5 শতাংশ টিকিটও ৷ কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, প্রথমদিনে এক লক্ষ টাকাও ঘরে তুলতে পারেনি এই ছবি (Box Office Collection of Chinebadam) ৷

Box Office Collection of Chinebadam
কাঁচা বাদাম বিকোলেও বিকোল না চিনে বাদাম প্রথম দিনে আয় হল না এক লাখও

By

Published : Jun 11, 2022, 1:27 PM IST

কলকাতা, 11 জুন :প্রথম দিনেই বক্স অফিসে ধুঁকছে যশ-এনার 'চিনে বাদাম' ৷ 10 জুন ছবি মুক্তি পাওয়ার আগে নানা বিতর্ক শুরু হয়েছিল প্রযোজনা সংস্থা, পরিচালক শিলাদিত্য মৌলিক এবং ছবির নায়ক যশের মধ্যে ৷ ছবির প্রচার থেকেও সরে দাঁড়িয়েছিলেন যশ ৷ বিতর্ক-পালটা বিতর্কের জেরে মুক্তির আগেই সমস্যায় জেরবার হয়ে পড়েছিলেন ছবির কলাকুশলীরা (Box Office Collection of Chinebadam) ৷

প্রযোজক এনা সাহার জন্য় এবার আরও খারাপ খবর ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বক্স অফিসে রীতিমত মুখ থুবড়ে পড়েছে 'চিনেবাদাম' ৷ একদিকে যখন বেশ ভাল ব্যবসা করছে 'বেলাশুরু', 'অপরাজিত', 'X=প্রেম'-এর মতো ছবিগুলি, তখন প্রথমদিনে এই ছবির আয় রীতিমত শোচনীয় ৷ খবর অনুযায়ী, প্রায় 85 থেকে 86টি শো পেয়েছিল এই ছবি ৷ কিন্তু বিক্রি হয়নি 5 শতাংশ টিকিটও ৷ কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের মতে প্রথমদিনে এক লক্ষ টাকাও ঘরে তুলতে পারেনি এই ছবি ৷ অন্যদিকে, ইতিমধ্য়েই ছবি নিয়ে বিতর্ক আরও চরমে উঠেছে, যশ জানিয়েছেন তাঁর বিরুদ্ধে আনা পরিচালকের সমস্ত অভিযোগ আসলে মিথ্যে । তিনি আইনি পদক্ষেপ নেবেন ৷

আরও পড়ুন : গান নিয়ে এগোনোর রাস্তাটা এখনও স্বচ্ছ নয় : পণ্ডিত অজয় চক্রবর্তী

সম্প্রতি দুই 'বলিউড বিগি'র বিগ বাজেট ছবিও হালে পানি পায়নি ৷ একদিকে রয়েছে কঙ্গনার 'ধাকড়', অন্যদিকে রয়েছে অক্ষয়ের 'বচ্চন পাণ্ডে' ৷ এমনকী অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ'-এর বক্স অফিস কালেকশনও খুব একটা আশাপ্রদ নয় ৷

বাংলা ছবির হল কালেকশন গত কয়েকটি ছবির নিরিখে খুব খারাপ ছিল না ৷ এমনকী সম্প্রতি মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর 'হাবজি গাবজি'-এর আয়ও 'চিনে বাদাম'-এর তুলনায় বেশ ভাল ৷ এখন এই ছবি শিলাদিত্য মৌলিক, যশ দাশগুপ্তদের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কি না সেটাই দেখার ৷ তবে ছবি নিয়ে আশাবাদী নির্মাতারা ৷ তাঁরা বলছেন, "আজ থেকে টিকিট বিক্রির হার বাড়ছে । তাই উইকএন্ডে ভালই ব্যবসা করবে এই ছবি ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details