কলকাতা, 11 জুন :প্রথম দিনেই বক্স অফিসে ধুঁকছে যশ-এনার 'চিনে বাদাম' ৷ 10 জুন ছবি মুক্তি পাওয়ার আগে নানা বিতর্ক শুরু হয়েছিল প্রযোজনা সংস্থা, পরিচালক শিলাদিত্য মৌলিক এবং ছবির নায়ক যশের মধ্যে ৷ ছবির প্রচার থেকেও সরে দাঁড়িয়েছিলেন যশ ৷ বিতর্ক-পালটা বিতর্কের জেরে মুক্তির আগেই সমস্যায় জেরবার হয়ে পড়েছিলেন ছবির কলাকুশলীরা (Box Office Collection of Chinebadam) ৷
প্রযোজক এনা সাহার জন্য় এবার আরও খারাপ খবর ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বক্স অফিসে রীতিমত মুখ থুবড়ে পড়েছে 'চিনেবাদাম' ৷ একদিকে যখন বেশ ভাল ব্যবসা করছে 'বেলাশুরু', 'অপরাজিত', 'X=প্রেম'-এর মতো ছবিগুলি, তখন প্রথমদিনে এই ছবির আয় রীতিমত শোচনীয় ৷ খবর অনুযায়ী, প্রায় 85 থেকে 86টি শো পেয়েছিল এই ছবি ৷ কিন্তু বিক্রি হয়নি 5 শতাংশ টিকিটও ৷ কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের মতে প্রথমদিনে এক লক্ষ টাকাও ঘরে তুলতে পারেনি এই ছবি ৷ অন্যদিকে, ইতিমধ্য়েই ছবি নিয়ে বিতর্ক আরও চরমে উঠেছে, যশ জানিয়েছেন তাঁর বিরুদ্ধে আনা পরিচালকের সমস্ত অভিযোগ আসলে মিথ্যে । তিনি আইনি পদক্ষেপ নেবেন ৷