পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Boudi Canteen First Song: হাজির 'তিড়িং বিড়িং', দর্শকদের স্টেপে নাচবেন তিনিও, কথা দিলেন পরম

মুক্তি পেল 'বৌদি ক্যান্টিন' ছবির প্রথম গান 'তিড়িং বিড়িং' (Boudi Canteen First Song Tiring Biring)৷ এই গান গেয়েছেন ইমন চক্রবর্তী এবং অর্কদীপ মুখোপাধ্যায় ৷ কথা দীপাংশু আচার্যর । সুর দিয়েছেন জয় সরকার ৷

By

Published : Sep 17, 2022, 12:29 PM IST

Boudi Canteen First Song
হাজির 'তিড়িং বিড়িং', দর্শকদের স্টেপে নাচবেন তিনিও, কথা দিলেন পরম

কলকাতা, 17 সেপ্টেম্বর:বিশ্বকর্মা পুজোর সঙ্গেই জুড়ে থাকে প্রাচীন 'রান্না পুজো'-এর রীতিটিও ৷ খাবার দাবার ছাড়া খাদ্য রসিক বাঙালির কোনও উৎসবই সম্পন্ন হয়না ৷ আর তেমনই এক খাবারের দোকানের কাহিনিকে পর্দায় আনতে চলেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ৷ ছবির নাম 'বৌদি ক্যান্টিন' ৷ এই ছবি তুলে ধরবে রোজকার চারপাশে দেখা এক নারীর জীবনের গল্প ৷ একটা রান্নাঘরই একজন নারীর জীবন কীভাবে বদলে দিতে পারে সেই গল্পই উঠে আসবে পর্দায় ৷ শুক্রবার মুক্তি পেল ছবির প্রথম গান 'তিড়িংবিড়িং' (Boudi Canteen First Song)৷

গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং অর্কদীপ মুখোপাধ্যায় (Boudi Canteen First Song Tiring Biring)৷ কথা লিখেছেন দীপাংশু আচার্য । সুর দিয়েছেন জয় সরকার ৷ গানে একদিকে যেমন উঠবে মা দুর্গার কথা তেমনই জীবনকে হালকাভাবে নেওয়ার বার্তাও থাকবে ৷ পরিচালক পরমব্রতও ইতিমধ্যেই এই গান নিয়ে মুখ খুলেছেন ৷

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, "...প্রাচীন একটি প্রথা রান্না পুজো, তাকেই সেলিব্রেট করে আমাদের এই গান ৷ চলতি বাংলায় যাকে বলে কেওড়া নাচের গান, এটা সেরকমই ৷ আমাদের আশা দুর্গা পুজোয় এই গানের সঙ্গে সকলেই নাচবেন । প্যান্ডেলে প্যান্ডেলেও বাজবে এই গান(Parambrata on Boudi Canteen First Song) ৷"

এর আগে 'টাপাটিনি' গানের সঙ্গে রিল বানিয়েছিলেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই ৷ এদিন তাঁদের এই নতুন গান 'তিড়িং বিড়িং'-এর সঙ্গেও সকলকে রিল বানানোর জন্য় অনুরোধ জানান অভিনেতা পরিচালক ৷ শুধু তাই নয় তিনি এও জানান, দুর্গাপুজোর অষ্টমীতে তিনিও সেই স্টেপটি করার চেষ্টা করবেন যে স্টেপটি তাঁর সবচেয়ে পছন্দ হবে ৷ 'হাবজি গাবজি'-র পর এই ছবিতে ফের একবার জুটি বাঁধবেন পরমব্রত এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় (Parambrata Subhashree New Film)৷ অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকেও ৷

আরও পড়ুন:প্যারিস যাত্রীর ডায়েরি... আইফেল টাওয়ারের সামনে নয়া লুকে শুভশ্রী

ছবির সম্পাদনায় সুমিত চৌধুরী। সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সম্রাজ্ঞী এবং সৌম্যশ্রী ঘোষ। শিল্প নির্দেশনায় নিরঞ্জন ভট্টাচার্য। রোড শো ফিল্মস এবং শ্য়াডো ফিল্মসের ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ আগেই জানা গিয়েছে 30 সেপ্টেম্বর বড় পর্দায় আসছে 'কাছের মানুষ', 'কর্ণসুবর্ণের গুপ্তধন' এবং 'অতি উত্তম' । একইসঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় সেদিনই আসছে 'বৌদি ক্যান্টিন' ছবিটিও । তাই বক্স অফিসে টক্কর কেমন জমে সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details