কলকাতা, 17 সেপ্টেম্বর:বিশ্বকর্মা পুজোর সঙ্গেই জুড়ে থাকে প্রাচীন 'রান্না পুজো'-এর রীতিটিও ৷ খাবার দাবার ছাড়া খাদ্য রসিক বাঙালির কোনও উৎসবই সম্পন্ন হয়না ৷ আর তেমনই এক খাবারের দোকানের কাহিনিকে পর্দায় আনতে চলেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ৷ ছবির নাম 'বৌদি ক্যান্টিন' ৷ এই ছবি তুলে ধরবে রোজকার চারপাশে দেখা এক নারীর জীবনের গল্প ৷ একটা রান্নাঘরই একজন নারীর জীবন কীভাবে বদলে দিতে পারে সেই গল্পই উঠে আসবে পর্দায় ৷ শুক্রবার মুক্তি পেল ছবির প্রথম গান 'তিড়িংবিড়িং' (Boudi Canteen First Song)৷
গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং অর্কদীপ মুখোপাধ্যায় (Boudi Canteen First Song Tiring Biring)৷ কথা লিখেছেন দীপাংশু আচার্য । সুর দিয়েছেন জয় সরকার ৷ গানে একদিকে যেমন উঠবে মা দুর্গার কথা তেমনই জীবনকে হালকাভাবে নেওয়ার বার্তাও থাকবে ৷ পরিচালক পরমব্রতও ইতিমধ্যেই এই গান নিয়ে মুখ খুলেছেন ৷
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, "...প্রাচীন একটি প্রথা রান্না পুজো, তাকেই সেলিব্রেট করে আমাদের এই গান ৷ চলতি বাংলায় যাকে বলে কেওড়া নাচের গান, এটা সেরকমই ৷ আমাদের আশা দুর্গা পুজোয় এই গানের সঙ্গে সকলেই নাচবেন । প্যান্ডেলে প্যান্ডেলেও বাজবে এই গান(Parambrata on Boudi Canteen First Song) ৷"