কলকাতা, 4 সেপ্টেম্বর: জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতা- 'বর্ন 2 ডান্স ড্যান্সার'স প্যারাডাইস'-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল কলকাতার বুকে, ধনধান্য অডিটোরিয়ামে। বিচারক ছিলেন বলিউড কোরিওগ্রাফার টেরেন্স লুইস, ডিআইডি ফেম বিবেক সৌরভ বাঙ্গানি, ডিআইডি ফেম জয়সওয়াল। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, অভিনেতা নীল ভট্টাচার্য-সহ আরও অনেকে।
বিনোদনে ভরপুর নাচের প্রতিযোগীতা অনুষ্ঠান প্রসঙ্গে সৌরভ এবং বিবেক বলেন, "যেভাবে বর্ন 2 ডান্স ফাইনাল পর্ব অবধি পৌঁছেছে তা অভাবনীয়। নাচের দক্ষতার পরিপ্রেক্ষিতে প্রকৃত প্রতিভা খুঁজে বের করার জন্য প্রতিটি রাউন্ডের সঙ্গে সম্পূর্ণ শো'টি খুব কঠিন এবং চ্যালেঞ্জিং পদ্ধতিতে ফিল্টার করা হয়েছিল এবং প্রতিযোগিতার প্রত্যেকটা ধাপ আমাদের পক্ষে বিচার করা খুব কঠিন ছিল। আমরা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নসকে ট্রফি-সহ নগদ 1 লাখ টাকা পুরস্কার দিয়েছি। "
তাঁরা আরও বলেন, "যেহেতু আমরা অনেক রিয়ালিটি শো-এর অংশীদার হয়েছি, তাই আমরা এই বিষয়টিতে কী কী অসুবিধা থাকতে পারে বুঝতে পারি। সেই কারণেই আমরা 'বর্ন 2 ডান্স' চালু করার সিদ্ধান্ত নিয়েছি ৷ যেখানে সারা বিশ্বের মানুষ একটি নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে ৷ সেই সকল শিল্পীদের প্রস্তুত ও প্রশিক্ষিত করতে পারব ৷ এই ইভেন্টের একমাত্র উদ্দেশ্য ছিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রদান করা এবং তাতে যোগ্য নৃত্যশিল্পীদের প্রতিভা প্রকাশ করা। তাই আমরা 5000 জনেরও বেশি প্রতিযোগীদের অংশগ্রহণের সুযোগ রেখেছিলাম। 1-3 সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের নৃত্য কার্নিভালেরও আয়োজন করা হয়েছিল এই বছর।"
গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা হলেন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন - যোগীহিমু (ডুয়েট)
• সোলো এ (3 বছর থেকে 3 বছর) - প্রথম - সায়ান দ্যুতি ভৌমিক, দ্বিতীয় - আশি হরিশ পুনিকার, তৃতীয় - পহেল ঠক্কর
• সোলো বি (9 বছর থেকে 15 বছর) - প্রথম - বলদেব সিং, দ্বিতীয় - সৌম্যজিৎ পাল, তৃতীয় - শুভঙ্গী দাস
• সোলো সি (16 বছরের উর্দ্ধে) - প্রথম - সুশান্ত সিং, দ্বিতীয় - শুভাশিস মল্লিক, তৃতীয় (টাই) - ভূষণ তাণ্ডেকার, সৌভিক মণ্ডল
• ডুয়েট (বয়স সীমা নেই) - প্রথম - যোগীহিমু, দ্বিতীয় - অ্যামেজিং বাডিজ (সত্যম ও সিমরান), তৃতীয় - কুন্তল ও ভাস্কর।
• গ্রুপ (সর্বনিম্ন 3) - প্রথম - দ্য ফ্লো ইন্ডিয়া, দ্বিতীয় - দ্য ডার্ক ডাইনেস্টি, তৃতীয় (টাই) - ইউডি গ্যাং, আস্ট্রা ডান্স অ্যান্ড ফিটনেস সেন্টার
• মা ও গ্র্যান্ড মম - প্রথম - কাবেরী রায়, দ্বিতীয় - মুনমুন রায়, তৃতীয় - নিশা উপাধ্যায়
যোগ্য নৃত্যশিল্পীরা পেলেন সেরার শিরোপা আরও পড়ুন:অপরাধ জগতের ইতিবৃত্ত নিয়ে হাজির 'বোম্বাই মেরি জান', ট্রেলার
এই প্রসঙ্গে, বলিউড কোরিওগ্রাফার টেরেন্স লুইস বলেন, " বর্ন 2 ডান্স হল সৌরভ এবং বিবেকের ব্রেন চাইল্ড। ওঁরা নিজেরা ফেম-ডিআইডি ডাবলস ফাইনালিস্ট এবং পাশাপাশি অনেক রিয়েলিটি শো-এ অংশ নিয়েছিলেন এবং অনেকগুলিতে জিতেছিলেন। এই ইভেন্টের একমাত্র উদ্দেশ্য হল বিশ্বস্তরের প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য নৃত্যশিল্পীদের একটি প্ল্যাটফর্ম প্রদান করে তাঁদের প্রতিভা প্রকাশ করা।"