পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 4, 2022, 6:37 PM IST

ETV Bharat / entertainment

Jaaved Jaaferi Birthday: বুগি উগি থেকে তাকেশিস ক্যাসেল, 90-এর দশকের স্কুলজীবন জুড়ে আছেন জাভেদ জাফরি

90-এর দশকে আমাদের সবার স্কুলজীবনকে স্মরণীয় করে রেখেছেন অভিনেতা জাভেদ জাফরি ৷ আজ তাঁর জন্মদিন (Jaaved Jaaferi Birthday)৷

boogie-woogie-to-takeshi-castle-jaaved-jaaferi-made-90s-school-days-memorable
বুগি উগি থেকে তাকেশিস ক্যাসেল, 90-এর দশকের স্কুলজীবন জুড়ে আছেন জাভেদ জাফরি

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: নব্বইয়ের দশকে ছোটবেলাটাকে মাতিয়ে রেখেছিলেন তিনি ৷ তাঁর উপস্থাপনায় 'বুগি উগি', 'তাকেশিস ক্যাসেল' এবং অন্যান্য শোগুলি পেটে খিল ধরাত ছোট থেকে বড় সবার ৷ বলিউডের বেশ কয়েকটি ছবিতে বারবার ধরা পড়েছে তাঁর উজ্জ্বল উপস্থিতি (Jaaved Jaaferi made 90s school days memorable)৷ ‘সালাম নমস্তে’, ‘তা রা রাম পাম’, ‘ধামাল’, ‘সিং ইজ কিং’-এর মতো একাধিক ফিল্মে পার্শ্বচরিত্রে থেকেও হয়ে উঠেছেন অন্যতম আকর্ষণ ৷ জাভেদ জাফরি ৷ আজ 60তম জন্মদিন এই বহুমুখী অভিনেতার (Jaaved Jaaferi Birthday)৷

তিনি একাধারে একজন কৌতুক অভিনেতা, নৃত্যশিল্পী এবং ভয়েস-ওভার শিল্পী - সবক্ষেত্রেই প্রচুর প্রশংসা কুড়িয়েছেন ৷ আজ তাঁর জন্মদিনে আমরা ফিরে দেখব নব্বইয়ের দশকে তাঁর জনপ্রিয় শোগুলি, যা আজও স্মরণীয় হয়ে রয়েছে দর্শকদের মনে ৷

বুগি উগি

বুগি উগি

বিগ বসের মতো শো টেলিভিশনের পর্দায় আসার অনেক আগে সবাইকে মাতিয়ে দিয়েছিল 'বুগি উগি' (Boogie Woogie)৷ এটি ছিল ভারতের প্রথম নৃত্য রিয়েলিটি টিভি শো । যখনই শো-টির নাম নেওয়া হয়, তখনই এর সঙ্গে জড়িয়ে যায় জাভেদ জাফরির নাম । তিনি একজন ভালো শিক্ষকের মতো তরুণ নৃত্যশিল্পীদের গাইড করতেন ৷ এই শোতে তিনি শুধু বিচারকই ছিলেন না, ছিলেন নির্মাতাদের মধ্যে অন্যতম, যাঁর কারণে এই শো সবচেয়ে দীর্ঘমেয়াদী অনুষ্ঠানে পরিণত হতে পেরেছিল ৷

বিচারকের ভূমিকায় জাভেদ

তাকেশিস ক্যাসল

‘তু কেয়া দেখ রাহা হ্যায় ওপার, ছিছোরে’ এই কথাটি মনে আছে ? এটি জাভেদ জাফেরি ছাড়া অন্য কেউ বলতেই পারেন না । 2000 সালের দিকে অসংখ্য অ্যানিমেটেড চরিত্রের সঙ্গে যুক্ত হয়ে তাঁর কণ্ঠস্বর আমাদের দারুণ আনন্দ দিয়েছে ৷ জাপানি টেলিভিশন শো ‘তাকেশিস ক্যাসল’-এ (Takeshi Castle) তাঁর ভাষ্য দ্রুত তরুণ এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল এবং এই শো দুরন্ত হিট হয়ে যায় জাভেদ জাফরির কারণেই ৷

তাকেশিস ক্যাসেল

আরও পড়ুন:শশী কাপুরের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নজরে তাঁর সেরা 5 ফিল্ম

নিনজা ওয়ারিয়র্স

হাঙ্গামা টিভির শো ‘নিনজা ওয়ারিয়র্স’-এও তিনি তাঁর কণ্ঠ দিয়েছেন ৷

স্পোর্টস এন্টারটেইনমেন্ট শোতে অ্যাকশন, সাসপেন্স, হাস্যরস এবং ভয়ের স্পর্শ-সহ একটি আকর্ষণীয় পরিবেশ অন্তর্ভুক্ত ছিল এবং জাভেদ জাফেরি তাঁর হোস্টিং-এর মাধ্যমে দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেছিলেন ।

এ ছাড়াও তিনি মানসী স্কট, সঙ্গীত পরিচালক রাজু সিং, সেলিম মার্চেন্ট, কেডব্লিউসি ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও হোস্ট সুলাইমান মার্চেন্ট, স্যাভিও পল ডি'সা, লেসলি লুইস, রেমো ফার্নান্ডেজ ও সুনীতা রাও-সহ কারাওকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ।

ABOUT THE AUTHOR

...view details