পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bony Ayushi New Film : 'অর্চির গ্যালারি'তে হাজির বনি-আয়ুষীর ফার্স্ট লুক - First Look of Bony Ayushi New Film Archir Gallery

এবার টলিপাড়ায় আসতে চলেছে এক নতুন জুটির গল্প ৷ জুটির নাম বনি-আয়ুষী। 'আর্চির গ্যালারি' ছবিতে জুটি গড়ছেন দুজনে। সামনে এল ছবির ফার্স্ট লুক (First Look of Bony Ayushi New Film Archir Gallery)৷

Archir gallery
'অর্চির গ্যালারি'তে হাজির বনি-আয়ুষীর ফার্স্ট লুক

By

Published : May 14, 2022, 2:18 PM IST

কলকাতা, 14 মে :শ্যুটিং প্রায় শেষ প্রমিতা ভট্টাচার্য পরিচালিত নতুন ছবি 'অর্চির গ্যালারি'-র ৷ এই ছবিতে ফুটে উঠবে আর্চি নামে এক যুবকের গল্প । আর এই ছবির হাত ধরেই টলিউড পেতে চলেছে এক নতুন জুটিকে । জুটির নাম বনি-আয়ুষী (First Look of Bony Ayushi New Film Archir Gallery)। ছবির শ্যুটিং প্রায় শেষ।

ছবিতে অর্চি চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা বনি সেনগুপ্ত । বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার । আমাদের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো ফ্রেম বন্দি করা যায় না । কিন্তু তা মনে থেকে যায় । এই ছেলেটি এমনিই কিছু ছবি মনে করিয়ে দেবে সিনেপ্রেমী দর্শকদের । আর্চির ছোটবেলায় মা মারা যায় । সে বড় হয় বাবা এবং মাসির কাছে । আর্চির জীবনের প্রধান শাখা তার বাবা ।

ছবিতে অর্চি চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা বনি সেনগুপ্ত

ছবিতে আয়ুষী তালুকদারকে দেখা যাবে একজন কর্পোরেট অফিসে চাকুরিরতা মহিলার চরিত্রে । আয়ুষী এর আগেও অভিনয় করেছেন বনির সঙ্গে 'আম্রপালি' ছবিতে । রাজা চন্দ পরিচালিত এই ছবিতে বনির পাশাপাশি ছিলেন আয়ুষীর রিয়েল লাইফ হিরো সোমরাজ মাইতিও । সেখানে ছিল ত্রিকোণ প্রেমের রসায়ন ।

আরও পড়ুন : আর্চিসের জগতে সুহানা-খুশি-অগস্ত্য ; শুভেচ্ছা বিগ-বির, আত্মহারা গৌরী

এবার তাঁর রসায়ন কেবল বনির সঙ্গেই জমবে । বাকিটা জানতে হলে অপেক্ষাই একমাত্র উপায় । ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত । তিনি ছবিতে বনি সেনগুপ্তর বাবার চরিত্রে অভিনয় করছেন । 'আর্চির গ্যালারি' ছবিটি মুক্তি পাবে এস.সি. এন্টারটেইনমেন্টের ব্যানারে ।

এবার টলিপাড়ায় আসতে চলেছে এক নতুন জুটির গল্প ৷ জুটির নাম বনি-আয়ুষী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details