কলকাতা, 5 জুন: ফের জুটিতে দুটিতে বনি-কৌশানি (Bonny Sengupta film)। দেবরাজ সিনহার পরিচালনায় আসছে নতুন ছবি 'সব কোরো প্রেম কোরো না' (Sob Koro Prem Koro Na)।
উত্তর কলকাতার একটি বনেদি বাড়িতে চার ভাইয়ের সঙ্গে থাকে তাদের ভালোবাসার ভাইপো রনি । ছোটবেলা থেকেই রনির পরিবার রনিকে বলতে থাকে যে জীবনে কোনওদিন কোনও মেয়ের সঙ্গে সে যেন প্রেম না করে । শুধু তাই নয়, বিয়ের কথা যেন সে মাথাতেও না আনে । রনি বড় হয় এবং তার পরিবারের কথা ও নিয়ম অনুযায়ী সে চলতে থাকে । মেয়ে দেখলেই সে একশো গজ দূরত্বে সরে যায় । বলা যায়, সে ভয় পায় মেয়েদের । রনির অফিসে ঈশা নামের একটি মেয়ে চাকরি করে । ঈশা ভাবে ছেলেটা মেয়ে দেখলে এ রকম কেন করে ? তার এই ভাবনার পাশাপাশি ঘটতে থাকে নানা ঘটনা । কখনও তা মজার কখনও বা খুব সিরিয়াস । মজাটা এখানেই । এদের মধ্যে কীভাবে গড়ে উঠবে প্রেম ? নাকি প্রেম পরিণয়ের ধার পাশ দিয়েও যাবে না তারা ? কী হয় সেটাই দেখার ।
আরও পড়ুন:Gopone Mod Charan: কমেডির মাধ্যমে গোপনে মদ ছাড়ানোর অভিযান শুরু তথাগতর