মুম্বই, 2 জুন: 27তম বিবাহবার্ষিকী আজ ৷ অকালেই হারিয়েছেন স্ত্রীকে ৷ এবার এই বিশেষ দিনে স্ত্রীর কথা স্মরণ করে কিছু ছবি শেয়ার করলেন বনি কাপুর ৷ ইনস্টাগ্রামে এদিন তাঁদের কিছু অদেখা ছবি শেয়ার করেছেন বনি ৷ সেখানে তাঁদের দু'জনকেই দেখা গিয়েছে নৌকায় ৷ তাঁদের বিয়ের কথা স্মরণ এদিন স্মৃতিমেদুর হয়ে পড়েছেন এই বর্ষীয়ান নির্মাতা ৷
ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "1996 সালের 2 জুন আমরা বিয়ে করেছিলাম সিরিডিতে ৷ আজ আমরা 27 বছর পূর্ণ করলাম ৷" মন্দির চত্বরের একটি ছবিও এদিন শেয়ার করেছেন তিনি ৷ দু'জনেই এই বিশেষ দিনের জন্য সেজেছিলেন ট্র্যাডিশনাল সাজে ৷ শ্রীদেবীর পরনে সেদিন ছিল গোলাপি রঙের শাড়ি আর অন্যদিকে বনির পরনে ছিল ধূতি এবং শাল ৷
27 বছর পার প্রয়াত স্ত্রীকে স্মরণ করে লিখলেন বনি অন্যদিকে শ্রীদেবী ও বনির দুই কন্যা জাহ্নবী এবং খুশিও নৌকায় বসে তোলা বাবা মায়ের এই ছবিটি শেয়ার করেছেন ৷ শ্রীদেবীর জন্ম 1963 সালে ৷ তাঁর নাম ছিল শ্রী আম্মা আয়েঙ্গার আয়াপ্পান ৷ 'চাঁদনি', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'নাগিনা', 'সদমা', 'ইংলিশ ভিংলিশ'-এর মতো অসংখ্য় ছবির জন্য় তাঁকে মনে রাখবেন তাঁর বিশ্বব্যাপী অনুরাগীরা ৷ তাঁর শেষ ছবির নাম ছিল 'মম' ৷ এই ছবির জন্য়ও সেরা অভিনেত্রী হিসাবে তিনি জিতে নেন জাতীয় পুরস্কার ৷
আরও পড়ুন:'তোমার জন্য গর্বিত', মেয়ের জন্মদিনে আবেগী 'বিহারী বাবু'
অন্যদিকে বনি কাপুরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে রণবীর-শ্রদ্ধা অভিনীত 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' ছবিতে ৷ বক্স অফিস জুড়ে বেশ সাফল্য় পেয়েছিল লভ রঞ্জনের এই ছবি ৷ অন্যদিকে আগামীতে বনি প্রযোজক হিসাবে ফিরবেন অজয় দেবগণের 'ময়দান' ছবির হাত ধরে ৷ এটি একটি স্পোর্টস ড্রামা ৷ ছবিতে অজয় ফুটিয়ে তুলবেন ফুটবলের বিখ্যাত কোচ সইদ আবদুল রহিমের চরিত্রটিকে ৷ তাঁর সঙ্গে রয়েছেন বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ, গজরাজ রাও, প্রিয়ামণি-সহ আরও অনেকে ৷