মুম্বই, 11 অক্টোবর:ফের ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে বলিউড ৷ কয়েকদিন আগে বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত মহাদেব বুক অ্যাপ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল বি টাউনে ৷ ইডি তলব করেছিল রণবীর কাপুরকে ৷ আর এ বার চর্চায় উঠে এল আরও একটি বেটিং অ্যাপ ৷ এই অ্যাপটির নাম লায়ন বুক অ্যাপ ৷ জানা গিয়েছে, শুধু ভারত নয় পাকিস্তানেও গড়াপেটার জন্য় ব্য়বহৃত হত এই অ্যাপটি ৷ আর এই অ্যপের জন্য়ই ইডির নজর পড়েছে সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, ডেইজি শাহ, সোফি চৌধুরীর মতো অভিনেতা অভিনেত্রীদের দিকে ৷
ঠিক কী কারণে ইডির নজরে রয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা ? সূত্রের খবর বলছে, গত বছর 20 সেপ্টেম্বর এই অ্যাপটির সাফল্যের জন্য় একটি পার্টির আয়োজন করা হয় ৷ দুবাইয়ে এই বিলাসবহুল পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক অভিনেতা-অভিনেত্রী ৷ তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, সোফি চৌধুরী, ডেইজি শাহ এবং জর্জিয়া আদ্রিয়ানির মতো আরও অনেকেই ৷ অনেক বলিউড তারকা তো অ্যাপটির প্রচার করেছেন বলেও জানা গিয়েছে ৷