মুম্বই, 9 সেপ্টেম্বর: শেষ হল ব্রিটিশ রাজ পরিবারের এক বর্ণময় অধ্যায় ৷ বৃহস্পতিবার 96 বছর বয়সে প্রয়াত হলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ(Queen Elizabeth II Death ) । স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এরপর বলিউডের তারকারাও প্রয়াত রানির উদ্দেশ্য়ে শোক জ্ঞাপন করেছেন(Queen Elizabeth II) ৷ অনুপম খের, সুস্মিতা সেন, শিল্পা শেট্টি, রীতেশ দেশমুখ, কারিনা কাপুর খান, আদনান সামি, গীতা বসরা এবং নীতু কাপুরের মতো অনেকেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন (Bollywood Celebs on demise of Queen Elizabeth II)৷
অনুপম এদিন রানির তিনটি ছবি শেয়ার করে লেখেন, "যদিও তিনি 70 বছর ধরে রানি ছিলেন, তিনি করুণা, মর্যাদা, শান্তি ও দয়ার প্রতীক ৷ বিশ্ব তাঁর অভাব অনুভব করবে! তাঁর আত্মা চির শান্তিতে থাকুক, ওম শান্তি (Bollywood Celebs on Queen Elizabeth II) "৷
রানির প্রয়াণকে একটি যুগের শেষ বলে বর্ণনা করে রীতেশ দেশমুখ লিখেছেন, "কঠিন সময়েও রানি তাঁর মর্যাদা হারাননি। আজ সত্যিই একটি দুঃখজনক দিন। যুক্তরাজ্যের জনগণ এবং রাজপরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।"