পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Celebs on Queen Elizabeth II: প্রয়াত ব্রিটেনের রানির উদ্দেশ্য়ে শোকজ্ঞাপন অনুপম সুস্মিতাদের - bollywood celebs on demise of Queen Elizabeth II

বৃহস্পতিবার 96 বছর বয়সে প্রয়াত হন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ (Bollywood Celebs on demise of Queen Elizabeth II)। এদিন তারকারাও প্রয়াত রানির উদ্দেশ্য়ে শোক জ্ঞাপন করেছেন ৷

Celebs on Queen Elizabeth II
প্রয়াত ব্রিটেনের রানির উদ্দেশ্য়ে শোকজ্ঞাপন অনুপম সুস্মিতাদের

By

Published : Sep 9, 2022, 1:20 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর: শেষ হল ব্রিটিশ রাজ পরিবারের এক বর্ণময় অধ্যায় ৷ বৃহস্পতিবার 96 বছর বয়সে প্রয়াত হলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ(Queen Elizabeth II Death ) । স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে রানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ এরপর বলিউডের তারকারাও প্রয়াত রানির উদ্দেশ্য়ে শোক জ্ঞাপন করেছেন(Queen Elizabeth II) ৷ অনুপম খের, সুস্মিতা সেন, শিল্পা শেট্টি, রীতেশ দেশমুখ, কারিনা কাপুর খান, আদনান সামি, গীতা বসরা এবং নীতু কাপুরের মতো অনেকেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন (Bollywood Celebs on demise of Queen Elizabeth II)৷

অনুপম এদিন রানির তিনটি ছবি শেয়ার করে লেখেন, "যদিও তিনি 70 বছর ধরে রানি ছিলেন, তিনি করুণা, মর্যাদা, শান্তি ও দয়ার প্রতীক ৷ বিশ্ব তাঁর অভাব অনুভব করবে! তাঁর আত্মা চির শান্তিতে থাকুক, ওম শান্তি (Bollywood Celebs on Queen Elizabeth II) "৷

রানির প্রয়াণকে একটি যুগের শেষ বলে বর্ণনা করে রীতেশ দেশমুখ লিখেছেন, "কঠিন সময়েও রানি তাঁর মর্যাদা হারাননি। আজ সত্যিই একটি দুঃখজনক দিন। যুক্তরাজ্যের জনগণ এবং রাজপরিবারের প্রতি আমার সমবেদনা রইল ।"

অন্যদিকে সুস্মিতা সেন লিখেছেন, "অদ্ভুত এবং একটি সেলিব্রেটেড জীবন ৷ তিনি নানা রঙে রঙিন জীবন ভালবেসেছেন ৷ এক জীবনে তিনি প্রতিটি শেডে জীবনকে উপভোগ করেছেন ৷ ওনার আত্মা চির শান্তি লাভ করুক ৷"

মিমি চক্রবর্তী লিখেছেন 'রানি দ্বিতীয় এলিজাবেথ 96 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তাঁর আত্মা চির শান্তিতে থাকুক ৷' এছাড়া গীতা বসরা-সহ অনেক তারকাই তাঁর মৃত্যু শোক জ্ঞাপন করেছেন ৷

আরও পড়ুন:সিংহাসনে বসার কথা ছিল না তবু এলিজাবেথ থেকে হয়েছিলেন রানি, দেখুন তাঁর ভারত ভ্রমণের ছবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করে রানির মৃত্যুকে ভীষণই দুঃখজনক এক ঘটনা বলে উল্লেখ করেছেন ৷ এছাড়া গায়ক আদনান স্বামীও তাঁর মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন ৷ 1926 সালের 21 এপ্রিল, লন্ডনে জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেক্সডান্ডার মেরি উইন্ডসর ৷ ডিউক ও ডাচেস অফ ইয়র্কের প্রথম কন্যাসন্তান ৷ 1952 সালে 6 ফেব্রুয়ারি বাবার মৃত্যুর পর ব্রিটেনের মসনদে প্রথম সন্তান হিসেবে রানি হন 'দ্বিতীয় এলিজাবেথ'৷ বর্ণময় এক জীবনের পরিসমাপ্তি ঘটল বৃহস্পতিবার ৷

ABOUT THE AUTHOR

...view details