কলকাতা, 30 অগস্ট: বুধবার পবিত্র রাখিবন্ধনে মেতে উঠেছে গোটা দেশ ৷ রীতি মেনে বোনেরা রাখি পরিয়ে দিচ্ছেন ভাইয়ের হাতে ৷ কেবল আমজনতা নয়, উৎসবে মেতেছে টলিউড-বলিউডও ৷ ঠিক যেমন মনোজ বাজপেয়ী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অনেকেই ছবি পোস্ট করে অনুরাগীদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আবার কঙ্গনা রানাতওয়াত, অক্ষয় কুমার, কিয়ারা আদবানিরা এদিন মেতে উঠলেন বোন আর ভাইদের নিয়ে ৷
অভিনেতা সঞ্জয় দত্ত এদিন ছবি শেয়ার করলেন প্রিয়া এবং নম্রতা দত্তের সঙ্গে ৷ তিনি এদিন পুরোনো সব কথা ভুলে নতুন করে শুরু করার কথা বলেছেন ৷ তিনি লেখেন, "প্রিয়া অঞ্জু আজ রাখিবন্ধনের দিনে আমি জানাতে চাই তোমরা ঠিক আমার কতটা কাছের ৷ আর তোমাদের আমি কতটা ভালোবাসি ৷ তোমরাই আমার শক্তি ৷ আমি কথা দিচ্ছি সব সময় তোমার সঙ্গেই থাকব ৷"
অন্যদিকে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাই বোনেদের সঙ্গে ছবি শেয়ার করেছেন কঙ্গনাও ৷ তিনি লেখেন, 'রাখিবন্ধনের শুভেচ্ছা ৷ থ্রি মাস্কেটিয়ার্স ৷' অন্যদিকে কিয়ারা তাঁর ভাই মিশেলের জন্য লেখেন,"ভাই তোকে আজ আরেকটু বেশিই মিস করছি ৷" অক্ষয় কুমারও এদিন তাঁর বোনের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ৷