পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সলমনকে হুমকি গ্যাংস্টার বিষ্ণোইয়ের, অভিনেতার নিরাপত্তা পর্যালোচনায় মুম্বই পুলিশ

New Threat to Salman Khan: ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফে হুমকি পেলেন সলমন খান ৷ বারবার হুমকির জেরে আগেই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস নিরাপত্তা পেয়েছেন তিনি ৷ আবারও হুমকিতে অভিনেতার নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুম্বই পুলিশ ৷

Salman Khan
সলমন খান

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 11:38 AM IST

Updated : Nov 29, 2023, 12:46 PM IST

মুম্বই, 29 নভেম্বর:ফের হুমকি দেওয়া হল বলিউড অভিনেতা সলমন খানকে ৷ সোশাল মিডিয়া পোস্টে এই হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ হুমকি পাওয়ার পরই সলমনের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করছে মুম্বই পুলিশ ৷ বারবার হুমকির সম্মুখীন হচ্ছেন বলিউডের ভাইজান ৷ এর জেরে ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে ওয়াই প্লাস ক্য়াটেগরির নিরাপত্তা পেয়েছেন সলমন খান । কানাডায় পঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের বাড়িতে হামলা চালানার ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল ৷ এই হামলার দায় স্বীকার করেছে তারা ৷ এমনটাই পুলিশ সূত্রে খবর ।

সোশাল মিডিয়ায় একটি পোস্টে বিষ্ণোই লিখেছেন, তিনি কানাডায় গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরে গুলি চালিয়েছিলেন । এছাড়াও তিনি গিপ্পিকে তাঁর বন্ধু সলমনকে বলতে বলেছেন যে তাঁকে কেউ বাঁচাতে পারবে না । কানাডার ভ্যাঙ্কুভারের হোয়াইট রক এলাকায় গিপ্পি গ্রেওয়ালের বাংলো ৷ সেখানে রবিবার গুলি চালনার ঘটনা ঘটে । গিপ্পির বাংলোতে এলোপাথাড়ি গুলি চালানো হয় । এই হামলার ঘটনার পরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী ফেসবুকে লিখেছিল, "আপনি সলমন খানকে বড় দাদার মতো দেখেন। তাহলে তোমার দাদাকেই তোমায় বাঁচাতে হবে । আপনি এই আসাতেই রয়েছেন যে দাউদ আপনাকে সাহায্য করবে ৷ তবে কেউ আপনাকে আমাদের থেকে বাঁচাতে পারবে না । পঞ্জাবি গায়ক-অভিনেতা গিপ্পি গ্রেওয়াল একটি নিউজ চ্যানেলে জানিয়েছেন, তিনি সলমন খানের বন্ধু নন । সলমনের সঙ্গে তাঁর মাত্র দু'বার দেখা হয়েছে ।

অভিনেতা সলমন খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে পুলিশ । যার ফলে তাঁর নিরাপত্তার জন্য সঙ্গে একজন পুলিশ অফিসার এবং চারজন কনস্টেবল মোতায়েন রয়েছেন । এছাড়া সলমন খানের বাড়ির বাইরে দুই পুলিশ কনস্টেবল থাকেন । ওয়াই+ নিরাপত্তায় চারজন সশস্ত্র নিরাপত্তা কর্মীও থাকেন । জানা গিয়েছে, এই হুমকির বিষয়ে সলমন কোনও অভিযোগ দায়ের করেননি ৷ তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে । এর আগে 2023 সালের মার্চ মাসে সলমন খানের আপ্তসহায়ক একটি হুমকিমূলক ইমেল পেয়েছিলেন । এই ঘটনায় সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগী গোল্ডি ব্রারের বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা দায়ের করে পুলিশ ।

আরও পড়ুন:

  1. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের
  2. টাইগার 3'র সাকসেস মঞ্চে ইমরানকে আদর, ক্যাটরিনাকে স্কার্ফ উপহার সলমনের, দেখুন ভিডিয়ো
  3. চিঠি পাঠিয়ে হুমকি সলমনকে, তদন্তে পুলিশ
Last Updated : Nov 29, 2023, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details