নয়া দিল্লি, 28 অক্টোবর:মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন পাবেন । বিসিসিআই-এর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল বলিউড(Bolly celebs on BCCI equal pay announcement) ৷ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়ে টুইট করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ টুইটে তিনি লেখেন,"আমি এটা ঘোষণা করতে পেরে খুবই খুশি যে বিসিসিআই লিঙ্গ বৈষম্য মোকাবিলার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিল ৷ আমরা আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য বেতনে 'ইক্যুইটি' নীতি চালু করছি ৷ ভারতীয় ক্রিকেটে লিঙ্গ সমতার একটি যুগ শুরু হয়েছে । তাই এবার থেকে পুরুষ ও মহিলা ক্রিকেটার উভয়ের ম্যাচ ফি একই হবে।"
এই সিদ্ধান্ত সামনে আসতেই কলকাতা নাইট রাইডার্স দলের মালিক তথা বলিউডের বাদশা শাহরুখ খান লেখেন, "ফ্রন্ট ফুটে দারুণ শট ৷ স্পোর্টস দারুণ সাম্য তৈরি করে । আশা করি এই সিদ্ধান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে (Bolly celebs on BCCI) ৷"
মুখ খুলেছেন পর্দার 'চাকদা এক্সপ্রেস' অনুষ্কা শর্মাও ৷ পর্দায় ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে চলা বিরাট জায়াও জয় শাহের টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তাঁর ইনস্টা স্টোরিতে । করতালি দিয়ে স্বাগতও জানিয়েছেন এই সিদ্ধান্তকে ৷ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পর্দার 'মেরি কম' প্রিয়াঙ্কা চোপড়াও ৷ তিনি, "বিসিসিআই এই শটটা একেবারে মাঠের বাইরে মেরেছে ৷ "