প্রয়াগরাজ, 15 ডিসেম্বর: মধ্যপ্রদেশের পর এবার উত্তরপ্রদেশ ৷ গতকাল শাহরুখের 'পাঠান' ছবিটি বয়কটের দাবি তুলে টুইট করেছিলেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ তিনি লিখেছিলেন, "পাঠান-এর গানে টুকরে টুকরে গ্য়াং'য়ের সমর্থক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর ৷ গানটির শ্যুটিংও করা হয়েছে নোংরা মানসিকতা নিয়ে। গানের দৃশ্য এবং পোশাক সংশোধন করা উচিত, অন্যথায় মধ্যপ্রদেশে ছবিটির অনুমতি দেওয়া উচিত কি না, তা বিবেচনা করতে হবে ( MP minister says Pathaan release in state doubtful)।" এবার ছবি বয়কটের ডাক দিলেন উত্তরপ্রদেশের বিজেপি কর্মীরাও ৷ তাঁদের মতে শাহরুখ দীপিকার এই ছবি ভারতের 'সনাতন সংস্কৃতির' অবমাননা করছে ৷
বিজেপি নেতা রাজেশ কেশরওয়ানি বলেন, "ছবির একটি গানে গেরুয়া রংটিকে অশ্লীলভাবে ব্যবহার করা হয়েছে ৷ এটা হিন্দু সম্প্রদায় এবং সনাতন সংস্কৃতির অপমান। তাই আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি (BJP activists in UP seek boycott of Pathaan)।" আর এই কারণে মধ্য়প্রদেশের পর এবার উত্তরপ্রদেশের এসআরকে-দীপিকা জুটির এই ছবিটি ব্যান করার দাবি জানিয়েছেন তাঁরা ৷