কলকাতা,15 জুলাই: উত্তর আমেরিকার আটলান্টিক সিটিতে বঙ্গ সম্মেলনে বাঙালি শিল্পী ও পৃষ্ঠপোষকদের হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাল বাংলা নাগরিক সমাজ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 2024 সালের ডিসেম্বর মাসে কলকাতাতেই তিনদিনব্যাপী বিশ্ববঙ্গ সম্মেলনের আয়োজন করা হবে ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে বাঙালি নাগরিক সমাজ ৷
সংগঠনের অন্যতম সদস্য তথা চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "আগামী বছর বিশ্ববঙ্গ সম্মেলন করব কলকাতায়। তার যাবতীয় প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন-সহ বিভিন্ন দেশের বাঙালি সংগঠনের সঙ্গে কথা হয়েছে। ঊষা উত্থুপও আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কথা দিয়েছেন।
সংগঠনের আর এক সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, "বঙ্গ সম্মেলনের নামে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-এ চূড়ান্ত অব্যবস্থা। বর্ষীয়ান শিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী-সহ একাধিক বাঙালি শিল্পীদের হেনস্তা করা হয়েছে। মার্কিন মুলুকে পৌঁছনোর পর থেকেই নানাভাবে উদ্যোক্তাদের দ্বারা 'অপমান' করা হয়েছে। তার বিরুদ্ধে সমস্ত বাঙালির গর্জে ওঠা দরকার। আমরা তারই প্রতিবাদে কলকাতাতেই বঙ্গ সম্মেলনের আয়োজন করতে চলেছি।"