পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bango Sammelan in Kolkata: আমেরিকায় শিল্পীদের হেনস্তার প্রতিবাদে বিশ্ববঙ্গ সম্মেলন এবার কলকাতায়

আর আমেরিকা নয়, শিল্পীদের হেনস্তার প্রতিবাদে বিশ্ববঙ্গ সম্মেলন এবার কলকাতায় ৷ শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানিয়েছে বাংলা নাগরিক সমাজ। 2024 সালে ডিসেম্বরে কলকাতাতেই হবে বিশ্ববঙ্গ সম্মেলন ৷

Etv Bharat
বিশ্ববঙ্গ সম্মেলন এবার কলকাতায়

By

Published : Jul 15, 2023, 10:30 PM IST

কলকাতা,15 জুলাই: উত্তর আমেরিকার আটলান্টিক সিটিতে বঙ্গ সম্মেলনে বাঙালি শিল্পী ও পৃষ্ঠপোষকদের হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাল বাংলা নাগরিক সমাজ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী 2024 সালের ডিসেম্বর মাসে কলকাতাতেই তিনদিনব্যাপী বিশ্ববঙ্গ সম্মেলনের আয়োজন করা হবে ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছে বাঙালি নাগরিক সমাজ ৷

সংগঠনের অন্যতম সদস্য তথা চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "আগামী বছর বিশ্ববঙ্গ সম্মেলন করব কলকাতায়। তার যাবতীয় প্রস্তুতি চলছে। ইতিমধ্যে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন-সহ বিভিন্ন দেশের বাঙালি সংগঠনের সঙ্গে কথা হয়েছে। ঊষা উত্থুপও আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কথা দিয়েছেন।

সংগঠনের আর এক সদস্য অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, "বঙ্গ সম্মেলনের নামে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-এ চূড়ান্ত অব্যবস্থা। বর্ষীয়ান শিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী-সহ একাধিক বাঙালি শিল্পীদের হেনস্তা করা হয়েছে। মার্কিন মুলুকে পৌঁছনোর পর থেকেই নানাভাবে উদ্যোক্তাদের দ্বারা 'অপমান' করা হয়েছে। তার বিরুদ্ধে সমস্ত বাঙালির গর্জে ওঠা দরকার। আমরা তারই প্রতিবাদে কলকাতাতেই বঙ্গ সম্মেলনের আয়োজন করতে চলেছি।"

এদিনের সাংবাদিক সম্মেলনে দুই বাঙালি উদ্যোগপতি আদিত্য গোস্বামী ও চৈতী দত্ত উপস্থিত ছিলেন। তারাও এবারের উত্তর আমেরিকার আটলান্টিক সিটিতে বঙ্গ সম্মেলনে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ৷ তাঁরা জানিয়েছেন, সেখানে শুধু অব্যবস্থা ছিল না, দেখে পুরো বিষয়টা ভাঁওতাবাজি মনে হয়েছে। থাকা, খাওয়ার ব্যবস্থা ছিল না। বিজনেস সামিট ব্যাপারটাও ছিল না। প্রচণ্ড খারাপ ব্যবহার করা হয়েছে। প্রতারণা করা হয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'নিজেকে ভাগ্যবান মনে করি', অটল চরিত্রের শুটিং শেষ করে লিখলেন পঙ্কজ

শিল্পীদের সম্মানের কথা মাথায় রেখেই, আগামী 2024 সালের ডিসেম্বর মাসে তিনদিন কলকাতায় বিশ্ববঙ্গ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা উপস্থিত থাকবেন। গান থেকে খেলা, নাচ থেকে কবিতা পাঠ, সবরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এমনকী, সেই সম্মেলনে বাঙালি উদ্যোগপতিরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বাংলা নাগরিক সমাজ।

ABOUT THE AUTHOR

...view details