মুম্বই, 16 নভেম্বর:বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক আদিত্য রায় কাপুর বুধবার তাঁর 37তম জন্মদিন পালন করছেন ৷ বক্স অফিস সাফল্যের নিরিখে যদিও একেবারে 'রোলার কোস্টার রাইড'-এর মধ্য় দিয়ে চলেছেন এই অভিনেতা ৷ তবে সোশাল মিডিয়ায় তাঁর ফ্য়ান ফলোইং মোটেই কম নয় ৷ শুধু তাই নয় তাঁর লেডি কিলার স্বভাবের জন্যও বারবার চর্চায় উঠে আসেন তিনি(Aditya Roy Kapur dating rumours) ৷
তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে রীতিমতো আগ্রহী নেটিজেনরা(when Aditya Roy Kapur made headlines For Dating) ৷ বারবার তাঁর ডেটিং সংক্রান্ত গুজব নিয়ে শিরোনাম হয়েছে সংবাদ মাধ্য়মে ৷ আসুন আজ ফিরে দেখা যাক কার কার সঙ্গে নাম জড়িয়েছিল 'মালং' স্টারের ৷ প্রথমেই যে নামটি চর্চায় উঠে আসছে তিনি হলেন শ্রদ্ধা কাপুর ৷ 2013 সালের ব্লকবাস্টার ফিল্ম 'আশিকি 2'-এ অভিনয় করার পর, চর্চা শুরু হয় শ্রদ্ধা-আদিত্য়কে নিয়ে ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মে চর্চা শুরু হয়েছিল যে অন-স্ক্রিন এই জুটি বাস্তব জীবনেও জুটি বাঁধতে চলেছেন ৷ তাঁদের দু'জনকে নিয়ে এই চর্চা চলেছিল বেশ কিছুদিন যাবৎ ৷ বিশেষত, তাঁরা একটি চ্যাট শোয়ে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তো আরও তুমুল আলোচনা শুরু হয় ৷ তবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে তাঁদের পথ অন্য অন্য দিকে বাঁক নেয় ৷