কলকাতা, 30 এপ্রিল :27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ দেখানো হচ্ছে অন্য ভাষার কিছু ছবিও ৷ তাই 'Unheard India: Indian Rare Language Film' শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী । উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সাঁওতালি ছবির অভিনেত্রী । বেশ কিছু সাঁওতালি ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি ।
ইদানীং সাঁওতাল মেয়েদের জীবনযাপন এবং তাঁদের ভালোবাসাকে ঘিরে গল্প বাঁধছেন ধারাবাহিকের চিত্রনাট্যকারেরা । মানুষ ভুলতে পারেন না বাহামণি সোরেন, আমনকে । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী জানান, "বাংলা ধারাবাহিকে সাঁওতালি ভাষা এবং রীতি-রেওয়াজকে বিকৃত করে দেখানো হচ্ছে । আমার মনে হয়, পরিচালক এবং প্রযোজকদের আরও একটু যত্নশীল হওয়া উচিত এই ব্যাপারে৷ সাঁওতালি ভাষা, সাঁওতালি রীতি-রেওয়াজ সম্বন্ধে আরেকটু জেনে নেওয়া উচিত তাঁদের (Birbaha Hansda on Mega Serial) ৷"