পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2022 : বাংলা ধারাবাহিকে যে সাঁওতালি নায়িকাদের দেখানো হয় তাঁরা আমরা নই : বীরবাহা হাঁসদা - Birbaha Hansda on Mega Serial

বাংলা ধারাবাহিকে সাঁওতালি ভাষা এবং রীতি-রেওয়াজকে বিকৃত করে দেখানো হচ্ছে । 'Unheard India: Indian Rare Language Film' শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda on Mega Serial) ৷

KIFF 2022 News
বাংলা ধারাবাহিকে যে সাঁওতালি নায়িকাদের দেখানো হয় তাঁরা আমরা নইঃ বীরবাহা হাঁসদা

By

Published : Apr 30, 2022, 11:07 AM IST

কলকাতা, 30 এপ্রিল :27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ দেখানো হচ্ছে অন্য ভাষার কিছু ছবিও ৷ তাই 'Unheard India: Indian Rare Language Film' শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী । উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সাঁওতালি ছবির অভিনেত্রী । বেশ কিছু সাঁওতালি ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি ।

ইদানীং সাঁওতাল মেয়েদের জীবনযাপন এবং তাঁদের ভালোবাসাকে ঘিরে গল্প বাঁধছেন ধারাবাহিকের চিত্রনাট্যকারেরা । মানুষ ভুলতে পারেন না বাহামণি সোরেন, আমনকে । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী জানান, "বাংলা ধারাবাহিকে সাঁওতালি ভাষা এবং রীতি-রেওয়াজকে বিকৃত করে দেখানো হচ্ছে । আমার মনে হয়, পরিচালক এবং প্রযোজকদের আরও একটু যত্নশীল হওয়া উচিত এই ব্যাপারে৷ সাঁওতালি ভাষা, সাঁওতালি রীতি-রেওয়াজ সম্বন্ধে আরেকটু জেনে নেওয়া উচিত তাঁদের (Birbaha Hansda on Mega Serial) ৷"

বাংলা ধারাবাহিকে সাঁওতালি ভাষা এবং রীতি-রেওয়াজকে বিকৃত করে দেখানো হচ্ছে মত বীরবাহার

আরও পড়ুন : চলচ্চিত্র উৎসবে নজর কাড়ল শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর 'জঙ্গম'

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "সাঁওতালি রমণীরা কখনওই বহিরাগত কোনও ব্যক্তির সামনে নৃত্য পরিবেশন করেন না । তাঁরা ভিন্ন সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতেও স্বচ্ছন্দ বোধ করেন না । অথচ এই বিষয়গুলিই বাংলা ধারাবাহিকে দেখানো হয় । আমাদের সম্প্রদায়ের কোনও মেয়ে যদি বাইরের কোনও সম্প্রদায়ের পুরুষকে বিয়ে করে বা কোনও পুরুষ যদি অন্য কোনও সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করলে তাঁকে শাস্তি পেতে হয় ।" মন্ত্রী জানান, "আমরা এই বিকৃতির বিরুদ্ধে ভবিষ্যতে আইনি পদক্ষেপের চিন্তাভাবনাও করছি ।"

ABOUT THE AUTHOR

...view details