হায়দরাবাদ, 3 অক্টোবর: অনেকগুলো বছর কেটে গিয়েছে বলিউড ফিল্ম ইন্ডাষ্ট্রি থেকে দূরে রয়েছেন অভিনেত্রী বিপাশা বাসু ৷ আপাতত তিনি জীবনে নতুন শুরু হওয়া জার্নি উপভোগ করছেন ৷ 2022-এর 12 নভেম্বর মা হয়েছেন ৷ তাই মেয়ে দেবী বাসু সিং গ্রোভারের সঙ্গেই দিব্য সময় কাটাচ্ছেন নায়িকা ৷ দেবীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় নিয়মিত শেয়ারও করেন ৷ সোমবার রাতেও তিনি দেবীর সঙ্গে কাটানো বিশেষ একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ মা-মেয়ের মিষ্টি বন্ডিং দেখে আপ্লুত অনুরাগীরাও ৷
ইন্সটাগ্রাম স্টোরিসে 'নো এন্ট্রি' অভিনেত্রী দেবীর সঙ্গে খেলার একটি বুমেরাং শেয়ার করেছেন ৷ ভিডিয়োটিতে দেখা গিয়েছে, দেবী মায়ের কোলে বসে খেলা করছে ৷ ভিডিয়োর বর্ণনা করে বিপাশা লিখেছেন, "দেবী আমাকে তার ছোট্ট আঙুল দেখাচ্ছে ৷ বেবি চ্যাটারবক্স, ঠিক মায়ের মতো ৷"
'রাজ' অভিনেত্রী আরও একটি মিষ্টি ভিডিয়ো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ যেখানে দেখা গিয়েছে দেবী কেলা করছে মায়ের নাকের সঙ্গে ৷ সেই ভিডিয়োর বর্ণনায় বিপাশা লিখেছেন, "কেউ মায়ের নাক খুব পছন্দ করে ৷ আমি জানি, নাকটা সুন্দর ৷" মেয়ের সঙ্গে কাটানো এমন নানান মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন বিপাশা ৷ তিনি 2016 সালের 30 এপ্রিল বিয়ে করেন অভিনেতা করণ সিং গ্রোভারকে ৷ অ্যালোন ছবির শুটিং করতে গিয়ে সেটে একে অপরের প্রেমে পড়েন তাঁরা ৷ তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেন বলিউডের অন্যতম দুই তারকা ৷
বিপাশা বসুর ফিল্মি কেরিয়ারে রয়েছে একাধিক ভালো ছবি ৷ প্রায় 50টির মতো ছবি তিনি করেছেন সাত বছরের কেরিয়ারে ৷ মডেলিং দিয়ে যাত্রা শুরু করেছিলেন বলিউড ইন্ডাষ্ট্রিতে ৷ তারপর 2001 সালে প্রথমবার আসেন সিনেপর্দায় ৷ অক্ষয় কুমার, ববি দেওল, করিনা কাপুরের সঙ্গে তাঁকে দেখা যায় 'আজনবি' ছবিতে ৷ এরপর 2002 সালে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছন 'রাজ' ছবির হাত ধরে ৷ এরপর 'জিসম', 'রুদ্রাক্ষ', 'অপহরণ' এবং 'নো এন্ট্রি'-র মতো ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ৷
আরও পড়ুন: প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়লেন ঐশ্বর্য, ব়্যাম্পে বিগ-বি নাতনি নভ্যাও