পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bipasha Basu Daughter: প্রকাশ্যে বিপাশা-করণের কন্যা সন্তানের ছবি, মিষ্টি মেয়ের ছবি দেখে আপ্লুত নেটিজেনরা - বিপাশা বাসুর মেয়ের ছবি

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার অবশেষে নিজের প্রথম কন্যা সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন। বুধবার সোশাল মিডিয়ায় মেয়ের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী বিপাশা। অনুরাগীদের ভালোবাসায় ভাসছে বিপাশা-করণের কন্যা দেবী বাসু সিং গ্রোভার।

Etv Bharat
প্রকাশ্যে বিপাশা-করণের মেয়ে দেবীর ছবি

By

Published : Apr 6, 2023, 3:32 PM IST

হায়দরাবাদ, 6 এপ্রিল: চার মাস অপেক্ষার পর অবশেষে অভিনেত্রী বিপাশা বাসু ও অভিনেতা করণ সিং গ্রোভার তাঁদের মেয়ের ছবি আনলেন প্রকাশ্যে। অনুরাগীদের সঙ্গে পরিচয় করালেন তাঁদের কন্যা দেবীর। বুধবার নিজের সোশাল সাইটে দেবীর মিষ্টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

2015 সালে 'অ্যালোন' ছবির সেটে পরিচয় হয়েছিল বিপাশা ও করণের । সেটে কাজ করতেই একে অপরের প্রেমে পড়েন। এরপর 2016 সালে সাত পাকে বাঁধা পড়েন রাজ খ্যাত অভিনেত্রী বিপাশা ও করণ সিং গ্রোভার। বিয়ের ছয় বছর পর 22 সালের 12 নভেম্বর কোল আলে করে আসে তাঁদের প্রথম কন্যা সন্তান । কিন্তু এই চার মাস মেয়ের ছবির নানা ঝলক শেয়ার করেও মুখ অনুরাগীদের দেখাননি বিপাশা-করণ। আবার কখনও ছবি শেয়ার শেয়ার করলেও মেয়ের মুখের অপরে ভালোবাসার চিহ্ন দিয়ে ঢেকে রেখেছিলেন মুখ।

অবশেষে, বুধবার সোশাল মাধ্যমে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মেয়ে দেবীর । প্যাস্টেল পিঙ্ক রঙের পোশাকে মিষ্টি হাসি মুখে দেখা যায় দেবীকে । মাথায় ম্যাচিং হেয়ারব্যান্ড। ক্যাপশনে বিপাশা লিখেছেন, "হ্যালো বন্ধুরা । আমি দেবী । হ্যাশট্যাগ দেবী বাসু সিং গ্রোভার ।" অভিনেত্রীর মেয়ের ছবি সামনে আসতেই কমেন্টে বয়ে গিয়েছে ভালোবাসার বন্যা । অভিনেত্রী কাজল আগরওয়াল মন্তব্য করেছেন, "মিষ্টি দেবীকে অনেক অনেক আদর ও আশীবার্দ ।" অভিনেত্রী দিয়া মীর্জা লিখেছেন, "অপেক্ষা আর করতে পারছি না ! তোমাকে কবে কোলে নেব !" অন্যদিকে ইন্টেরিয়র ডিজাইনর সুজেন খান লিখেছেন, "সত্যিই খুব সুন্দরী দেবী । ভগবান আশীর্বাদ করুন ।"

উল্লেখ্য়, সন্তান জন্মের পর থেকে মেয়ের একের পর এক ক্যানডিড ছবি ও ভিডিয়ো বিপাশা-করণ সোশাল মাধ্যমে শেয়ার করেছিলেন । কিন্তু মুখ দেখাননি। সদ্যজাত সন্তানের মুখ বারবার আড়াল করে রেখেছিলেন তাঁরা । ইন্সটাগ্রামেই প্রথম বিপাশা নিজের মেয়ের নাম ঘোষণা করেছিলেন । পোস্টে লিখেছিলেন, 12.11.2022 । দেবী বাসু সিং গ্রোভার । আমাদের ভালবাসা এবং মায়ের আশীর্বাদ সকলের সামনে। শী ইজ ডিভাইন। গত বছর 16 অগষ্ট অফিসিয়ালি মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী বিপাশা বাসু।

আরও পড়ুন: মাইনাস 3 ডিগ্রিতে চলছে শ্যুটিং, 'সত্যপ্রেম কি কথা'র সেট থেকে ছবি শেয়ার কিয়ারার

ABOUT THE AUTHOR

...view details