মুম্বই, 25 অক্টোবর: "শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধী ধূপ জ্বেলে আসন পেতেছি..." হ্যাঁ এই কালজয়ী বাংলা গান দিয়েই দীপাবলি পালন করলেন বিপাশা বসু ৷ সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী করণ সিং গ্রোভারও(Bipasha Karan Diwali Celebration) ৷ টলিউড হোক বা বলিউড-সমস্ত তারকাই মেতে উঠেছেন দীপাবলির আনন্দে ৷ আলোর উৎসবে সামিল হলেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী বিপাশাও ৷ মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গনেশের পূজায় মেতে উঠতে দেখা গেল বিপসকে (Bipasha Basu Celebrating Diwali )৷
সোমবার নিজেই সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন বিপাশা (Bipasha Karan Diwali Celebration Video )৷ নায়িকাকে এদিন দেখা গেল বেগুনি ঝলমলে পোশাকে ৷ অন্যদিকে করণের পরনে ছিল কালো কুর্তা এবং ম্যাচিং ট্রাউজার ৷ ভিডিয়োটি শেয়ার করে অনুরাগীদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷ সোমবার আরও একটি ভিডিয়োও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ যেখানে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গিয়েছেন করণ এবং বিপাশাকে ৷ এই রোমান্টিক ভিডিয়োটিও এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সবমিলিয়ে দীপাবলি যে বেশ দারুণ কাটল এই দম্পতির এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷