কলকাতা, 6 সেপ্টেম্বর:ইন্ডাস্ট্রির সকলের তিনি সাবুদি । তিনি কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Biopic on Sabitri Chatterjee)। সেই অভিনেত্রী যিনি ছিলেন মহানায়ক উত্তমকুমারেরও প্রিয় পাত্রী ৷ এবার রুপোলি পর্দায় ধরা পরতে চলেছে এই প্রবাদপ্রতীম অভিনেত্রীর জীবনের জানা-অজানা গল্প ৷ একটা সময়ে এক সংবাদপত্রের রবিবারের ক্রোড়পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হত সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে লেখা 'সত্যি সাবিত্রী'(Sabitri Chatterjee)। যাঁর অনুলিখনের দায়িত্বে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।
সেই ধারাবাহিক কাহিনি বই আকারে প্রকাশিত হয় 2019 সালে ৷ প্রকাশনার ভার নেয় দে'জ পাবলিশিং। সেই 'সত্যি সাবিত্রী'ই এবার আসতে চলছে পর্দায় । শুরু হয়েছে চিত্রনাট্যের কাজ । চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়( Life Story of Sabitri Chatterjee)। 'সত্যি সাবিত্রী'তে উঠে এসেছে অভিনেত্রীর বর্ণময় অভিনয় জীবন । উত্তমকুমারের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথাও রয়েছে বইতে । রয়েছে অভিনেত্রীর জীবনের নানান অজানা গল্প ।