পশ্চিমবঙ্গ

west bengal

Biopic of Dipendu: ঝুলনের পর মাঠের দীপু এবার বড় পর্দায়, চরিত্র ফোটাতে মরিয়া রোহন

By

Published : Nov 18, 2022, 1:48 PM IST

Updated : Nov 18, 2022, 7:08 PM IST

ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক বানাচ্ছেন পরিচালক শ্রীপ্রীতম । ছবির নাম 'দীপু'(Biopic of Footballer Dipendu Biswas )।

Biopic of Dipendu
ঝুলনের পর মাঠের দীপু এবার বড় পর্দায়, চরিত্র ফোটাতে মরিয়া রোহন

কলকাতা, 18 নভেম্বর:মাঠের দীপু এবার বড় পর্দায় । খবরটা নতুন নয় । মাঠ কাঁপানো ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক বানাচ্ছেন পরিচালক শ্রীপ্রীতম । ছবির নাম 'দীপু'(Biopic of Footballer Dipendu Biswas )। খেলার দুনিয়ায় এই নামেই জনপ্রিয় দীপেন্দু বিশ্বাস ৷ দীপেন্দুর ফুটবল কেরিয়ারগ্রাফের দিকে তাকালে দেখা যায়, 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন তিনি । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে ।

এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে ইস্টবেঙ্গলে । এরপর ফের মোহনবাগান হয়ে আবার ইস্টবেঙ্গলে । সবশেষে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন দীপেন্দু । পকেটে আছে একাধিক কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ফেডারেশন কাপ এবং জাতীয় লিগের কাপ । মোদ্দাকথা, সর্বভারতীয় ক্ষেত্রে সব ট্রফিই রয়েছে দীপুর ঝুলিতে । বাংলার ময়দানে দুঁদে ডাকাবুকো গোল শিকারীদের অন্যতম তিনি ৷ এহেন দীপেন্দু বিশ্বাসের বায়োপিক যখন বড় পর্দায় তখন সিনেমাপ্রেমী মানুষের পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকদের আগ্রহও থাকবে তুঙ্গে - তা বলাই বাহুল্য (Biopic of Dipendu Biswas is Coming Soon )।

ইতিমধ্যেই হাজির হয়েছে ছবির পোস্টার।

দীপেন্দু বলেন, "এখনও প্রীতমের সঙ্গে অনেক কথা বাকি ছবি নিয়ে । কাতার থেকে ফিরে কথা হবে । তবে, নিজের বায়োপিক নিয়ে কে না খুশি থাকে । আমিও খুশি (Dipendu Biswas on His Biopic) ।" ছবিতে দীপুর চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যকে । শুধু বাংলা টেলিভিশন নয় ওয়েবেও পা রেখেছেন রোহন ভট্টাচার্য । এই মুহূর্তে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-তে তাঁর কমিক চরিত্র ভাসান বাপি জয় করে নিয়েছে সকলের মন । এরই মাঝে বড় পর্দায় বিগ ব্রেক আসতে চলেছে তাঁর কেরিয়ারে।

রোহন বলেন, "দীপুদা'র থেকে সামান্য টিপস পেয়েছি । কেননা তিনি এখন ব্যস্ত । বিশ্বকাপ দেখতে কাতার যাচ্ছেন । ফিরে এলে আরও অনেক কিছু জানতে কথা বলব । ফুটবল আমি খেলতাম আগে । আর এখন চরিত্র ফুটিয়ে তুলতে খেলছি । জিমে গিয়ে ফুটবলারের মতো দেহ বানানোর চেষ্টা করছি । চরিত্রটা নিয়ে আমি এক্সাইটেড ।"

ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক বানাচ্ছেন পরিচালক শ্রীপ্রীতম

অন্যদিকে এদিন পরিচালক শ্রীপ্রীতমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, " দীপেন্দু বিশ্বাসের বর্ণময় ফুটবল জীবনের নানা দিকই তুলে ধরব। অনেক অজানা কাহিনিও উঠে আসবে ছবিতে। সেটা চমক সকলের জন্য। রাজনৈতিক কিংবা নেতিবাচক দিক থাকবে না ছবিতে।" প্রসঙ্গত, শ্রীপ্রীতম স্বনামধন্য সঙ্গীত পরিচালক। খেলাপ্রিয় এই মানুষটি চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক করছেন পছন্দের ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে দিয়েই। জানুয়ারি মাসেই শুটিং শুরু করার পরিকল্পনা বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:'রাজুকে বদলানো অসম্ভব', 'হেরা ফেরি'তে অক্ষয়কে বাদ দেওয়া নিয়ে মত সুনীলের

ছবির চিত্রনাট্য লিখছেন সদীপ ভট্টাচার্য, ক্যামেরায় অর্ণব গুহ । এই ছবিতে অভিনয়ও করতে দেখা যাবে দীপেন্দু বিশ্বাসকে । নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি ৷ একদিকে যখন তরুণ ফুটবলারকে ফুটিয়ে তুলবেন রোহন তখন তাঁর মধ্য়বয়সের চরিত্রে থাকছেন দীপেন্দু নিজেই ৷ শুটিং শুরু হয়নি এখনও । এই ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন প্লেব্যাক সিঙ্গার বর্ষা সেনগুপ্ত । এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক হতে চলেছে বর্ষার । ইতিমধ্যেই হাজির হয়েছে ছবির পোস্টার।

Last Updated : Nov 18, 2022, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details