কলকাতা, 18 নভেম্বর:মাঠের দীপু এবার বড় পর্দায় । খবরটা নতুন নয় । মাঠ কাঁপানো ফুটবলার দীপেন্দু বিশ্বাসের বায়োপিক বানাচ্ছেন পরিচালক শ্রীপ্রীতম । ছবির নাম 'দীপু'(Biopic of Footballer Dipendu Biswas )। খেলার দুনিয়ায় এই নামেই জনপ্রিয় দীপেন্দু বিশ্বাস ৷ দীপেন্দুর ফুটবল কেরিয়ারগ্রাফের দিকে তাকালে দেখা যায়, 'টাটা ফুটবল অ্যাকাডেমি' থেকে উঠে এসেছেন তিনি । সেই সময় গোল করেছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে ।
এরপর 1996 সালে তাঁর অভিষেক ঘটে মোহনবাগানে । আর তার ঠিক একবছর পর অর্থাৎ 1997 সালে ইস্টবেঙ্গলে । এরপর ফের মোহনবাগান হয়ে আবার ইস্টবেঙ্গলে । সবশেষে দীপেন্দু ছিলেন মহামেডানে । বাংলা এবং ভারতীয় দলেও খেলেছেন দীপেন্দু । পকেটে আছে একাধিক কলকাতা লিগ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ফেডারেশন কাপ এবং জাতীয় লিগের কাপ । মোদ্দাকথা, সর্বভারতীয় ক্ষেত্রে সব ট্রফিই রয়েছে দীপুর ঝুলিতে । বাংলার ময়দানে দুঁদে ডাকাবুকো গোল শিকারীদের অন্যতম তিনি ৷ এহেন দীপেন্দু বিশ্বাসের বায়োপিক যখন বড় পর্দায় তখন সিনেমাপ্রেমী মানুষের পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল সমর্থকদের আগ্রহও থাকবে তুঙ্গে - তা বলাই বাহুল্য (Biopic of Dipendu Biswas is Coming Soon )।
দীপেন্দু বলেন, "এখনও প্রীতমের সঙ্গে অনেক কথা বাকি ছবি নিয়ে । কাতার থেকে ফিরে কথা হবে । তবে, নিজের বায়োপিক নিয়ে কে না খুশি থাকে । আমিও খুশি (Dipendu Biswas on His Biopic) ।" ছবিতে দীপুর চরিত্রে দেখা যাবে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্যকে । শুধু বাংলা টেলিভিশন নয় ওয়েবেও পা রেখেছেন রোহন ভট্টাচার্য । এই মুহূর্তে 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-তে তাঁর কমিক চরিত্র ভাসান বাপি জয় করে নিয়েছে সকলের মন । এরই মাঝে বড় পর্দায় বিগ ব্রেক আসতে চলেছে তাঁর কেরিয়ারে।