মুম্বই, 28 জানুয়ারি: বিগ বস 16-এর আসন্ন পর্বে প্রতিযোগী অর্চনা গৌতম এবং বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানকে একটি রোম্যান্টিক দৃশ্য়ে অভিনয় করতে দেখা যাবে ৷ অর্চনা অবশ্য এই দৃশ্য চলাকালীন কার্তিককে 'ভাইয়া' বলে ডেকে ওঠেন ৷ যা রীতিমতো হাসির উদ্রেগ করেছে ৷ নির্মাতাদের শেয়ার করা একটি ভিডিয়ো ক্লিপিংয়ে সামনে এসেছে যেখানে এই কাণ্ড ঘটাতে দেখা গিয়েছে অর্চনাকে ৷
ক্লিপিংয়ে কার্তিক-অর্চনাকে একটি রোম্যান্টিক দৃশ্য়ে অভিনয় করতে দেখা গিয়েছে (Archana Gautam calls kartik aaryan bhaiya) ৷ আসল ঘটনাটি হল ফারাহ অর্চনাকে কার্তিকের জন্য় চা বানানোর নির্দেশ দিয়েছিলেন ৷ একইসঙ্গে বলেছিলেন তাঁকে চেষ্টা করতে হবে চা পর্বের পর কার্তিকের সঙ্গে রোম্যান্টিক মেজাজে কথা বলতে ৷ কিন্তু দৃশ্য়ের শুরুটা নিয়ম মতো হলেও এরপর সব ভেস্তে যায় ৷ কার্তিক অর্চনাকে কথা মতো কাছে টানারও চেষ্টা করেন ৷ কিন্তু অর্চনা সমস্তটাই মাটি করে দেন কার্তিককে 'ভাইয়া' ডেকে ৷