মুম্বই, 11 অক্টোবর: আজ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্মদিন (Amitabh Bachchan Birthday) ৷ হিন্দি সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার 80 বছরে পড়লেন মঙ্গলবার (Big B turns 80) ৷ আর তাঁর জন্মদিন উপলক্ষে আবেগপূর্ণ পোস্ট করলেন মেয়ে শ্বেতা বচ্চন (Daughter Shweta Bachchan) ৷ এদিন সোশ্যাল মিডিয়ায় শ্বেতা বাবাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান । ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলি তুলে ধরেন (Instagram Post) ৷ বাবার সঙ্গে দুষ্টু-মিষ্টি একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । পরিবারের সদস্যরা বটেই গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার কার্যত বন্যা বইছে বলিউ়ডের শাহেনশার জন্য ।
ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলি তুলে ধরেন (Instagram Post) ৷ বাবার সঙ্গে দুষ্টু-মিষ্টি একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । এর মধ্যে রয়েছে অমিতাভের সঙ্গে শ্বেতার ছোট থেকে বড় বয়সের বিভিন্ন ছবি ৷ এছাড়াও বিগ বি অর্থাৎ অমিতাভের বাবা-মা থেকে বিভিন্ন সময়ের ছবি দিয়েছেন শ্বেতা ৷
একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট শ্বেতার হাত ধরে আছেন বাবা অমিতাভ । আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট অমিতাভ তাঁর প্রয়াত বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে আছেন । বাবাকে শুভেচ্ছা জানাতে শ্বেতা আবিদা পারভীন (Abida Parveen) এবং নসিবো লালের (Naseebo Lal) গান তু ঝুমের লাইনগুলি ব্যবহার করছেন । তিনি ক্যাপশনে লেখেন, 'পিদা নু ম্যায় সিনে লাভান..তে ম্যায় হাসদি জাভান..ওহ, পিদা নু ম্যায় সিনে লাভান..তে ম্যায় হাসদি জাভান..ধুপন দে নাল লাড-লাড কে ভে লাভিয়া আপনিয়ান চাভান..দুখ ভি আপনে, সুখ ভি আপনে, ম্যায় তে বাস এ জানা..সব নু সমাজ কে কি করনা আয়..দিল নু এহ সামঝাভান..তু ঝুম, ঝুম, ঝুম, ঝুম ঝুম, ঝুম....' ৷ সবশেষে শ্বেতা লেখেন, 80তম জন্মদিনের শুভেচ্ছা টু মাই গ্রান্ড ওল্ড ম্যান ৷