পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Amitabh Turns 80: 'তোমার মতো কেউ নেই এবং কখনও হবে না', অমিতাভের জন্মদিনে আবেগী পোস্ট পরিবারের

অমিতাভ বচ্চনের 80তম জন্মদিন আজ (Amitabh Turns 80 today) ৷ বাবাকে নিয়ে সুন্দর মুহুর্তের ছবি দিয়ে আবেগী পোস্ট মেয়ে শ্বেতা বচ্চনের ৷ বাবার সঙ্গে একাধিক ছবি দিয়েছেন শ্বেতা ৷ শুধু তিনি নন তাঁর মেয়ে নভ্যাও দাদুকে নিয়ে হৃদয় ছুয়ে যাওয়া পোস্ট করেছেন ৷ এছাড়াও অমিতাভের গুডবাই সিনেমাতে মেয়ের চরিত্রে অভিনয় করা রশ্মীকা মান্দান্না থেকে অন্যান্য বলিউড অভিনেতারাও বিগ বি'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷

Big B turns 80 There never has and never will be anyone like you says family
Big B turns 80 There never has and never will be anyone like you says family

By

Published : Oct 11, 2022, 10:16 AM IST

Updated : Oct 11, 2022, 11:34 AM IST

মুম্বই, 11 অক্টোবর: আজ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্মদিন (Amitabh Bachchan Birthday) ৷ হিন্দি সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার 80 বছরে পড়লেন মঙ্গলবার (Big B turns 80) ৷ আর তাঁর জন্মদিন উপলক্ষে আবেগপূর্ণ পোস্ট করলেন মেয়ে শ্বেতা বচ্চন (Daughter Shweta Bachchan) ৷ এদিন সোশ্যাল মিডিয়ায় শ্বেতা বাবাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানান । ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলি তুলে ধরেন (Instagram Post) ৷ বাবার সঙ্গে দুষ্টু-মিষ্টি একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । পরিবারের সদস্যরা বটেই গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার কার্যত বন্যা বইছে বলিউ়ডের শাহেনশার জন্য ।

ইনস্টাগ্রামে শ্বেতা অমিতাভের সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলি তুলে ধরেন (Instagram Post) ৷ বাবার সঙ্গে দুষ্টু-মিষ্টি একগুচ্ছ ছবি শেয়ার করেন শ্বেতা । এর মধ্যে রয়েছে অমিতাভের সঙ্গে শ্বেতার ছোট থেকে বড় বয়সের বিভিন্ন ছবি ৷ এছাড়াও বিগ বি অর্থাৎ অমিতাভের বাবা-মা থেকে বিভিন্ন সময়ের ছবি দিয়েছেন শ্বেতা ৷

একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট শ্বেতার হাত ধরে আছেন বাবা অমিতাভ । আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট অমিতাভ তাঁর প্রয়াত বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজি বচ্চনের সঙ্গে দাঁড়িয়ে আছেন । বাবাকে শুভেচ্ছা জানাতে শ্বেতা আবিদা পারভীন (Abida Parveen) এবং নসিবো লালের (Naseebo Lal) গান তু ঝুমের লাইনগুলি ব্যবহার করছেন । তিনি ক্যাপশনে লেখেন, 'পিদা নু ম্যায় সিনে লাভান..তে ম্যায় হাসদি জাভান..ওহ, পিদা নু ম্যায় সিনে লাভান..তে ম্যায় হাসদি জাভান..ধুপন দে নাল লাড-লাড কে ভে লাভিয়া আপনিয়ান চাভান..দুখ ভি আপনে, সুখ ভি আপনে, ম্যায় তে বাস এ জানা..সব নু সমাজ কে কি করনা আয়..দিল নু এহ সামঝাভান..তু ঝুম, ঝুম, ঝুম, ঝুম ঝুম, ঝুম....' ৷ সবশেষে শ্বেতা লেখেন, 80তম জন্মদিনের শুভেচ্ছা টু মাই গ্রান্ড ওল্ড ম্যান ৷

শ্বেতা ছাড়াও অমিতাভের নাতনি নভ্যাও (Amitabhs granddaughter Navya) বিগ বি'কে 80তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ অমিতাভকে নিয়ে নভ্যা এদিন একটি হৃদয় ছুয়ে যাওয়া পোস্ট করেন । তিনি স্মৃতির অ্যালব্যাম থেকে দাদুর সঙ্গে তাঁর শৈশবের ছবি শেয়ার করেন ৷ যেখানে নভ্যা অমিতাভকে 'নানা' বলে সম্বোধন করেন ৷ তিনি লেখেন, 'তু না থামেগা কাভি, তু না রুকেগা কাভি, তু না মুরেগা কাভি, কর শপথ, কার শপথ, কর শপথ, অগ্নিপথ, অগ্নিপথ, অগ্নিপথ' । তোমার মতো কেউ নেই এবং হবেও না । শুভ জন্মদিন নানা (Happy Birthday nana) ৷

বিগ বি 1969 সালে সাত হিন্দুস্তানি (Saat Hindustani) চলচ্চিত্রের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন । পরে তিনি হৃষিকেশ মুখোপাধ্যায়ের (Hrishikesh Mukherjee) আনন্দ (1971) ছবিতে চিকিৎসক ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন ৷ যার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Award) জিতেছিলেন । প্রকাশ মেহরার (Prakash Mehra) অ্যাকশন ফিল্ম জাঞ্জির (1973) বচ্চনকে আরও বেশি করে জনসমক্ষে তুলে ধরে ৷ তাঁর শিল্পীসত্ত্বাকে খুঁজে বের করা হয় এই ছবির মাধ্যমে ৷ একজন তারকা হিসাবে প্রতিষ্ঠিত করে এই ছবি বিগ বি'কে ৷ তারপর থেকে অমিতাভ তাঁর অভিনয়, গান, সঞ্চালনার মতো বহুমুখী প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ।

আরও পড়ুন:80তম জন্মদিনে কেবিসির স্পেশাল এপিসোড, জয়ার প্রশ্নে চোখে জল অমিতাভের

আজ তাঁর 80তম জন্মদিনের (80th birthday) আগে শুক্রবার মুক্তি পেয়েছে অমিতাভের গুডবাই (Goodbye) ফিল্মটি ৷ সিনেমাটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে । এরপর তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও প্রজেক্ট কে-এর সঙ্গে দ্য ইন্টার্ন রিমেকে । এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে উচাই ছবিটি ।

Last Updated : Oct 11, 2022, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details