পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Big B On Prosenjit: 'আয় খুকু আয়' ছবিতে বুম্বার অভিনয়ে মুগ্ধ বিগ বি, জানালেন শুভেচ্ছা - Prosenjit Chatterjee Film Aay Khuku Aay

মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি 'আয় খুকু আয়'-এর ট্রেলার (Prosenjit Chatterjee Film Aay Khuku Aay)৷ এবার ট্রেলার শেয়ার করে বুম্বাকে শুভেচ্ছা জানালন স্বয়ং 'বিগ বি' ৷

Big B On Prasenjit
আয় খুকু আয়-এ বুম্বার অভিনয়ে মুগ্ধ বিগ বি, জানালেন শুভেচ্ছা

By

Published : May 23, 2022, 11:51 AM IST

মুম্বই, 23 মে : সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি 'আয় খুকু আয়'-এর ট্রেলার (Prosenjit Chatterjee Film Aay Khuku Aay)৷ সৌভিক কুণ্ডু পরিচালিত ছবিতে ফুটে উঠবে এক বাবা এবং মেয়ের গল্প ৷ ছবির ট্রেলার নিয়ে উৎসাহের ছবিও যথেষ্ট ফুটে উঠেছে দর্শক মহলে ৷ তবে এরই মাঝে এক বড় উপহার পেলেন ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদা ৷ কারণ তাঁর নতুন ছবির ট্রেলার দেখে মুগ্ধ স্বয়ং 'বিগ বি' ৷ নিজে ছবির ট্রেলার শেয়ার প্রসেনজিৎকে শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ ৷

এদিন ছবির ট্রেলার শেয়ার করে তিনি লেখেন, 'অল দ্য় বেস্ট বুম্বা...' ৷ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করবেন নির্মলের চরিত্রে ৷ যিনি গ্রামের মঞ্চে প্রসেনজিৎ সেজে দর্শকদের মনোরঞ্জন করেন ৷ অন্যদিকে তাঁর মেয়ের নাম বুড়ি যে চরিত্রে দর্শকরা দেখতে পাবেন দিতিপ্রিয়া রায়কে ৷ বুড়িও চায় বাবার মতই মঞ্চে নিজের প্রতিভার প্রমাণ দিতে ৷ কিন্তু নির্মল তা চান না ৷ এর কারণ জানতে হলে দেখতে হবে ছবিটি ৷ তবে বাবা মেয়ের মনমালিন্য যে ছবিতে একটি বড় ভূমিকা রাখতে চলেছে তা বোঝা যায় ট্রেলার দেখলেই ৷

আরও পড়ুন : সবুজ পরীর সাজে কানে নজর কাড়লেন দীপিকা

ছবিতে গুরুত্বপূর্ণ এক নেত্রীর চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত ৷ তাঁকে অবশ্য কাহিনিতে দর্শকরা পাবেন খল চরিত্রে ৷ প্রসেনজিতের বিপরীতে রয়েছেন সৃজিত-জায়া মিথিলা । ছবিতে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসুও । 17 জুন পর্দায় আসছে এই ছবি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details