মুম্বই, 19 মে :এবার পর্দায় আসতে চলেছে রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের আইকনিক ছবি 'আনন্দ'-এর রিমেক (Big B Rajesh Khanna Film Anand Remake)৷ বিক্রম খাখর এবং সমীর রাজ সিপ্পির হাত ধরে ফের হাজির হতে চলেছে এই ছবি ৷ এনসি সিপ্পি যিনি পুরোনো 'আনন্দ' ছবিটির প্রযোজক ছিলেন সমীর হলেন তাঁরই নাতি ৷ 'আনন্দ'-এর গল্প তৈরি হয়েছে একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে কেন্দ্রে রেখে যিনি শেষসময় আসার আগে জীবনটাকে আনন্দে কাটাতে চান ৷ 1971 সালে এই ছবিটি পরিচালনা করেছিলেন হৃষিকেশ মুখোপাধ্যায় ৷ ছবির সংলাপ লিখেছিলেন গুলজার ৷
বিক্রম বলেন, "অন্য় গল্পের পিছনে ছোটার পরিবর্তে আমরা আমাদের নিজেদের ক্লাসিকগুলোর মধ্য়েই ডুব দিতে পারি এবং অমূল্য সব রত্ন তুলে আনতে পারি ৷" সমীর রাজ সিপ্পির কথায়, "মূল চলচ্চিত্রের সংবেদনশীলতা এবং আবেগের কথা মাথায় রেখে, আমি অনুভব করেছি যে বর্তমান প্রজন্মকে এমন অনেকগুলি গল্প পুনরায় বলা দরকার যা আজও খুব প্রাসঙ্গিক ৷ "