কলকাতা, 26 নভেম্বর:সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হল সঙ্গীত শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষকে ৷ 2019 থেকে 2021 সাল পর্যন্ত বন্ধ ছিল এই পুরস্কার প্রদান পর্ব ৷ আর তাই এবার গোটা ভারতবর্ষ থেকে মোট 128 জন সঙ্গীত শিল্পীকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য ৷ তাঁদেরই অন্যতম হলেন যন্ত্রসঙ্গীত শিল্পী তথা সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ ৷ শিল্পী নিজেও আপ্লুত এই পুরস্কার লাভ করে (Bickram Ghosh wins the Sangeet Natak Akademi Award)৷
কেন্দ্রীয় সরকারের জেনারেল কাউন্সিল অফ সঙ্গীত নাটক আকাদেমির পক্ষ থেকে প্রতিবছর নৃত্য, নাটক, গান, আদিবাসী সঙ্গীত, লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত-সহ বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ৷ এবার বেছে নেওয়া হয়েছে 128 জনকে ৷ 1952 সালে প্রথমবার শিল্পীদের এই পুরস্কারে সম্মানিত করতে শুরু করে কাউন্সিল ৷ এই পুরস্কারের মূল উদ্দেশ্য় হল সেই সমস্ত মানুষদের দক্ষতা এবং অবদানকে সম্মান জানানো যাঁরা সৃজনশীলতার এক অনন্য় মাইলফলক স্থাপন করেছেন ৷