পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bickram Ghosh New Award : সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত বিক্রম ঘোষ - President of India Droupadi Murmu

সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হলেন শিল্পী বিক্রম ঘোষ ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিল্পীর হাতে এই পুরস্কার তুলে দেন। একই পুরস্কারে সম্মানিত হলেন অভিনেত্রী মমতা শংকরও (Bickram Ghosh Receives Award From President of India Droupadi Murmu)৷

Bickram Ghosh
সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেন শিল্পী বিক্রম ঘোষ

By

Published : Feb 24, 2023, 9:56 AM IST

নয়াদল্লি, 24 ফেব্রুয়ারি:সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হল বিশিষ্ট যন্ত্রশিল্পী তথা সুরকার পণ্ডিত বিক্রম ঘোষকে ৷ তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পুরস্কার বিতরণ পর্ব অবশ্য় গত 2019 থেকে 2021 সাল পর্যন্ত বন্ধ ছিল ৷ আর সেই কারণেই এবার গোটা দেশ থেকে মোট 128 জন সঙ্গীত শিল্পীকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ৷ তাঁদেরই অন্যতম হলেন যন্ত্রসঙ্গীত শিল্পী তথা সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ (Bickram Ghosh Receives Award From President of India Droupadi Murmu) ৷

শিল্পী নিজেও আপ্লুত এই পুরস্কার পেয়ে । জীবনের অন্যতম সেরা এই মুহূর্তের অনুভূতি শেয়ার করতে গিয়ে ইটিভি ভারতকে বলেন, "অবশেষে সেই বিশেষ মুহূর্তটি এসেই গেল ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতে শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্য় সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হলাম ৷ আমি কৃতজ্ঞ এই মহাজগৎ আর আমার শিক্ষাগুরুদের কাছে" ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের জেনারেল কাউন্সিল অফ সঙ্গীত নাটক আকাদেমির তরফে প্রতিবছর আদিবাসী সঙ্গীত, লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত নৃত্য, নাটক, গান-সহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা শিল্পীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় ৷ এবার বেছে নেওয়া হয়েছে 128 জনকে ৷ কাউন্সিলের তরফে শিল্পীদের প্রথমবার এই পুরস্কার দেওয়া শুরু হয় 1952 সালে ৷ এই পুরস্কারের মূল উদ্দেশ্য সেই সমস্ত মানুষদের দক্ষতা এবং অবদানকে সম্মান জানানো যাঁরা সৃজনশীলতার ক্ষেত্রে মাইলফলক স্থাপন করেছেন ৷

সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হল বিশিষ্ট যন্ত্রশিল্পী তথা সুরকার পণ্ডিত বিক্রম ঘোষকে

আরও পড়ুন:কী চুরি করতে গিয়ে বিপদে পড়লেন সানি ইয়ামি? 24 মার্চ উত্তর জানা যাবে নেটফ্লিক্সে

এবার বিক্রমের পাশাপাশি এই পুরস্কার তুলে দেওয়া হয় অনুপ জালোটা, এন ইরাবত সিং, কুশল দাস, জি বালাকৃষ্ণ প্রসাদ-সহ আরও অনেক শিল্পীকে ৷ সকলের হাতেই এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷ নৃত্যের জন্য় এই পুরস্কার তুলে দেওয়া হয় নির্মলা পানিকর, সুতপা তালুকদারদের হাতে । পুরষ্কৃত হয়েছেন আরেক বাঙালি অভিনেত্রী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্করও ।

ABOUT THE AUTHOR

...view details