পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bhool Bhulaiyaa 2 : দুশো কোটির ক্লাবে কার্তিক-কিয়ারার ভুল ভুলাইয়া 2, পিছিয়ে অক্ষয়ও

অনুরাগীদের জন্য় বড় একটি সুখবর দিলেন কার্তিক আরিয়ান ৷ আজ টুইট করে তিনি জানিয়েছেন, সারা বিশ্বব্যাপী দেখতে গেলে 'ভুল ভুলাইয়া 2' ছবি ইতিমধ্যেই 200 কোটির ক্লাবে ঢুকে পড়েছে (Bhool Bhulaiyaa 2 enters the Rs 200 cr Club) ৷ আর ভারতেও 150 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এই ছবি ৷

Bhool Bhulaiyaa 2 Box Office
দুশো কোটির ক্লাবে কার্তিক-কিয়ারার ভুল ভুলাইয়া 2, পিছিয়ে অক্ষয়ও

By

Published : Jun 6, 2022, 6:05 PM IST

হায়দরাবাদ, 6 জুন :'ভুল ভুলাইয়া 2' যে কার্তিক-কিয়ারার মেগা হিট এনিয়ে এখন আর কোনও সন্দেহ নেই ৷ এমনকী প্রথম উইকএন্ডের আয়ের নিরিখে দেখতে হলে অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিও এখন পিছিয়ে 'ভুল ভুলাইয়া 2'-এর থেকে ৷ প্রথম সপ্তাহান্তে অক্ষয়ের ছবি আয় করেছে 39.40 কোটি টাকা আর সেখানে কার্তিক-কিয়ারা জুটি তুলেছিল 55.96 কোটি টাকা ৷ যার জেরে 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-কেও পিছনে ফেলে দিয়েছিল এই ছবি ৷

শুধু তাই এবার ভক্তদের জন্য় আরও একটি সুখবর দিলেন কার্তিক আরিয়ান নিজেই ৷ আজ নিজেই টুইট করে তিনি জানিয়েছেন সারা বিশ্বব্যাপী দেখতে গেলে এই ছবি ইতিমধ্যেই 200 কোটির ক্লাবে ঢুকে পড়েছে ৷ আর ভারতেও 150 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে এই ছবি ৷ কঙ্গনার স্পাই থ্রিলার মুখ থুবড়ে পড়লেও নিজের জয় যাত্রা ঠিকই বজায় রেখেছে পরিচালক আনিস বাজমীর এই ছবির জয় যাত্রা অব্যহত ৷

আরও পড়ুন : 'খতরো কে খিলাড়ি'-র প্রতিটি পর্বের জন্য সবচেয়ে বেশি টাকা পান এই সুন্দরী

কিয়ারা আদবানী, কার্তিক আরিয়ান ছাড়াও ছবিতে রয়েছেন টাবু, রাজপাল যাদবের মত কলা কুশলীরাও ৷ তবে এই ছবি নামে হরর কমেডি হলেও সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে কার্তিক-কিয়ারার কেমিস্ট্রি ৷ আনিস বাজমি পরিচালিত এই ছবি আসলে 2007 সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমার-বিদ্যাবালনের ছবি ভুল ভুলাইয়া-র পরবর্তী পর্ব ৷ আসলে 'ভুল ভুলাইয়া'-র প্রথম পর্বটিও ছিল 1993 সালের মালয়ালম চলচ্চিত্র 'মানিচিত্রাথাঝু'-এর রিমেক ৷ ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার, মুরাদ খেতানি এবং কৃষাণ কুমার ৷

ABOUT THE AUTHOR

...view details