মুম্বই, 21 মে:পরিচালক আনিস বাজমীর বহু প্রতিক্ষিত ছবি 'ভুল ভুলাইয়া 2' নিয়ে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছিল ট্রেলার সামনে আসার পর থেকেই ৷ বক্স অফিসে প্রথম দিনেই 14.11 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যা এখনও পর্যন্ত কার্তিক আরিয়ানের ছবির জন্য প্রথমদিনে সবচেয়ে বড় আয় ৷ একইদিনে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানওয়াতের নতুন ছবি 'ধাকড়'-ও ৷ তবে তা সত্ত্বেও খেলোয়াড় মানসিকতা বজায় রেখে কার্তিককে সাফল্যের অভিনন্দন জানাতে ভুললেন না তিনি ৷
তাঁর আগে মুক্তি পাওয়া সবকটি ছবির প্রথমদিনের আয়ের ভিত্তিতে এগিয়ে রয়েছে 'ভুল ভুলাইয়া 2' ৷ ট্রেড অ্যানালিস্ট তথা ফিল্ম ক্রিটিক তরণ আর্দশ যে তথ্য় দিয়েছেন তাতে দেখা যায়, 'ভুল ভুলাইয়া 2' হল কার্তিক আরিয়ানের সবচেয়ে বড় ওপেনার ৷ কারণ এর আগে তাঁর 'লাভ আজকাল' ছবির প্রথমদিনের আয় ছিল 9.10 কোটি, 'লুকাছুপি'-র আয় ছিল 8.01 কোটি 'পেয়ার কা পঞ্চনামা 2' ছবির প্রথম দিনের সংগ্রহ ছিল 6.80 কোটি ৷ সেই অর্থে দেখতে গেলে 'বচ্চন পাণ্ডে' এবং 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র থেকেও প্রথমদিনে বেশি আয় করেছে 'ভুল ভুলাইয়া 2' ৷ প্রথমদিনের অক্ষয়ের ছবির আয় ছিল 13.25 কোটি আর আলিয়ার ছবির আয় ছিল 10.50 কোটি ৷