হায়দরাবাদ, 9 এপ্রিল: প্রেক্ষাগৃহে ভালোই দর্শক টানছে অজয় দেবগনের ভোলা ৷ প্রথম সপ্তাহে 59.68 কোটি টাকা আয় করার পর দ্বিতীয় সপ্তাহেও চালিয়ে ব্যাট করছে এই ছবি ৷ বক্স অফিস রিপোর্ট বলছে, শুক্রবার ভোলা 3.60 কোটি টাকা এবং শনিবার 4.25 কোটি টাকা আয় করেছে । প্রথম দশ দিনে ভোলার মোট সংগ্রহ 67.53 কোটি টাকা । লোকেশ কানারাজ পরিচালিত তামিল হিট কাইথির রিমেক ভোলা 3ডি এবং 2ডি-তে মুক্তি পেয়েছে ৷ যদিও 2ডি দেখতেই বেশি ভিড় জমিয়েছেন দর্শকরা ৷
প্রথম দিনে সর্বোচ্চ আয়ের ছবিগুলির মধ্যে এ বছর ভোলা রয়েছে তিন নম্বরে ৷ পাঠান প্রথম দিনে 57 কোটি টাকা আয় করেছিল ৷ তু ঝুঠি ম্যায় মক্কার প্রথম দিনে আয় করে 15.73 কোটি টাকা । ভোলা মুক্তি পায় গত বৃহস্পতিবার (30 মার্চ), যা একটি ছুটির দিন ছিল ৷ প্রথম দিনে এই ছবি 11.2 কোটি টাকা আয় করেছে ৷ ইউ মি অর হাম, শিবায় এবং রানওয়ে 34-এর পর, পরিচালক হিসেবে অজয় দেবগনের চতুর্থ ছবি ভোলা ।
আগের ছবিগুলোর কোনওটিই বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি । যদিও ভোলা বক্স অফিসে এখনও পর্যন্ত ভালোই ফল করছে ৷ তবে অজয়ের আগের ছবি দৃশ্যম 2, যেটি বিশ্বব্যাপী 340 কোটি টাকারও বেশি আয় করেছিল, তা দর্শকদের যতটা টেনেছিল ভোলার ক্ষেত্রে তা দেখা যায়নি ৷ 21 এপ্রিল সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান মুক্তি না হওয়া পর্যন্ত ভোলার আপাতত কোনও প্রতিদ্বন্দ্বী নেই ৷