হায়দরাবাদ, 1 এপ্রিল:বক্স অফিস রিপোর্ট কার্ডে প্রথম দিন মোটের ওপর ভালোভাবে পাশ করেছিল অজয় দেবগণের ছবি 'ভোলা' । ছবির অ্য়াকশন সিকোয়েন্সগুলি দারুণ পছন্দ হয়েছে অনেকেরই । প্রথম দিনেই এই ছবি আয় করেছিল 11.20 কোটি । দ্বিতীয় দিনও বক্স অফিসের দৌড়ে ভালোই গতিতে এগিয়েছে ভোলা । প্রথম দিনের তুলনায় আয় কিছুটা কম হয়েছে ঠিকই । তবে তরুণ আদর্শের মতো ট্রেড অ্য়ানালিস্টরা বলছেন দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছে প্রায় 7 কোটি টাকা । যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 18.20 কোটি টাকা ।
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট বলছে শুক্রবার 11.02 শতাংশ হল দখল করেছে 'ভোলা' । এই ছবির রিভিউ রিপোর্ট যদিও বেশ ভালোই ছিল । শুধু দর্শক নয় সমালোচকরাও অজয়ের এই ছবিকে মাস অ্য়াপিলিং বলে দাবি করেছেন । কিন্তু ন্যাশনাল চেইনের হিসাব অনুযায়ী, দর্শক সংখ্য়া প্রায় 35 শতাংশ কমে গিয়েছিল শুক্রবারই । একথা মানতেই হবে আইপিএল কিছুটা প্রভাব ফেলতে চলেছে এই ছবির কালেকশনে ।