পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bholaa Box Office Collection: দ্বিতীয় দিনে কমল আয়, 'ভোলা'র ভবিষ্য়তে কি আইপিএলের প্রভাব ? - 18 কোটি টাকার ব্য়বসা করে ফেলল ভোলাট

দ্বিতীয় দিনের শেষে মোট 18.20 কোটি টাকার ব্য়বসা করল অজয়ের 'ভোলা'। এমনটাই বলছে বক্স অফিস রিপোর্ট । তবে কি আইপিএল প্রভাব ফেলছে ছবির আয়ে ?

Bholaa Box Office Collection
দ্বিতীয় দিনে আয় কমল ভোলার

By

Published : Apr 1, 2023, 6:30 PM IST

হায়দরাবাদ, 1 এপ্রিল:বক্স অফিস রিপোর্ট কার্ডে প্রথম দিন মোটের ওপর ভালোভাবে পাশ করেছিল অজয় দেবগণের ছবি 'ভোলা' । ছবির অ্য়াকশন সিকোয়েন্সগুলি দারুণ পছন্দ হয়েছে অনেকেরই । প্রথম দিনেই এই ছবি আয় করেছিল 11.20 কোটি । দ্বিতীয় দিনও বক্স অফিসের দৌড়ে ভালোই গতিতে এগিয়েছে ভোলা । প্রথম দিনের তুলনায় আয় কিছুটা কম হয়েছে ঠিকই । তবে তরুণ আদর্শের মতো ট্রেড অ্য়ানালিস্টরা বলছেন দ্বিতীয় দিনে ছবিটি আয় করেছে প্রায় 7 কোটি টাকা । যার জেরে ছবির মোট আয় দাঁড়িয়েছে 18.20 কোটি টাকা ।

বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট বলছে শুক্রবার 11.02 শতাংশ হল দখল করেছে 'ভোলা' । এই ছবির রিভিউ রিপোর্ট যদিও বেশ ভালোই ছিল । শুধু দর্শক নয় সমালোচকরাও অজয়ের এই ছবিকে মাস অ্য়াপিলিং বলে দাবি করেছেন । কিন্তু ন্যাশনাল চেইনের হিসাব অনুযায়ী, দর্শক সংখ্য়া প্রায় 35 শতাংশ কমে গিয়েছিল শুক্রবারই । একথা মানতেই হবে আইপিএল কিছুটা প্রভাব ফেলতে চলেছে এই ছবির কালেকশনে ।

অজয়ের শেষ ছবি 'দৃশ্য়ম 2' বক্স অফিসে আয় করেছিল প্রায় 200 কোটিরও বেশি । অন্যদিকে তাঁর পরিচালিত শেষ ছবি 'শিবায়' প্রথম দিন 10.24 কোটির ব্যবসা দিয়েছিল ঠিকই, তবে শেষমেষ এই ছবিটি 100 কোটির ক্লাবে জায়গা করে নেয় । দ্বিতীয় দিন পর্যন্ত আসা রিপোর্ট অনুযায়ী এই ছবি ইতিমধ্য়েই 18.20 কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে ।

আরও পড়ুন:দেখা হতেই আলিঙ্গন বদ্ধ করণ প্রিয়াঙ্কা, কঙ্গনাকে ডাকতে বলল নেটপাড়া

যদিও রিপোর্ট বলছে এই ছবির বাজেট প্রায় 80-100 কোটির মধ্য়ে । তাই সফল হতে গেলে আরও খানিকটা দ্রুতই সাফল্যের সিঁড়িতে চড়তে হবে এই ছবিকে । অজয় দেবগণ অভিনীত, পরিচালিত ও প্রযোজিত 'ভোলা' ছবিটি হল দক্ষিণী ছবি 'কাইথি'র অফিসিয়াল হিন্দি রিমেক । এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় নিজে ৷ এছাড়াও রয়েছেন টাব্বু, গজরাজ রাও, অমলা পাল এবং সঞ্জয় মিশ্রের মতো অভিনেতা অভিনেত্রীরা । 30 মার্চ ছবিটি পর্দায় মুক্তি পেয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details