হায়দরাবাদ, 24 মার্চ:শুক্রবার মুক্তি পেল অনুভব সিনহার নতুন সিনেমা 'ভিড়' ৷ রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকর জুটির এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ তুঙ্গে ছিল অনুরাগীদের ৷ এবার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে প্রশংসিত হল ছবিটি ৷ গতকালই এই ছবি নিয়ে মুখ খুলেছিলেন হনসল মেহেতা ৷ রাজকুমার রাওকে প্রশংসায় রীতিমতো ভরিয়ে দিয়েছিলেন এই নির্মাতা ৷ এর আগে মুলুক এবং আর্টিকেল 15-এর মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছিলেন অনুভব (Bheed Getting a Huge Appreciation)৷ এবারও তাঁর নতুন ছবিতে ফুটে উঠল সমাজ সচেতন এক পরিচালকের নির্লিপ্ত দৃষ্টিভঙ্গি ৷
অনুভবের এই ছবিতে তুলে ধরা হয়েছে করোনার সময়কাল ৷ ছবিতে সাদা এবং কালোর মিশেলে সমাজের যন্ত্রণাক্লিষ্ট একটি মুখকে নিঁখুত ভাস্করের মতোই খোদাই করেছেন অনুভব ৷ তাঁর এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা রাজকুমারের মানবিক দৃষ্টি ভঙ্গি এবং কিছু না-করতে পারার হতাশা ছুঁয়ে গিয়েছে দর্শক হৃদয়ও ৷ করোনার সময়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল দেখেছিল একাধিক জনপদ। সামান্য একটু খাবারের জন্য় সব হারানো মানুষগুলির হাহাকার ভোলার নয় ৷