মুম্বই, 30 সেপ্টেম্বর: সামনে এল কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ানের আগামী ছবি 'ভেড়িয়া'-র টিজার ৷ এই ছবির মাধ্য়মে এক বন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন দর্শকরা ৷ শুক্রবার ছবির টিজার শেয়ার করেছেন নির্মাতারা ৷ তবে এই ছোট্ট ভিডিয়োতে অভিনেতাদের লুক অবশ্য শেয়ার করেননি তাঁরা ৷ অর্থাৎ, বরুণ বা কৃতি ঠিক কেমন সাজে সামনে আসতে চলেছেন তা এখনও অজানা(Varun Dhawan Kriti Sanon Bhediya Teaser) ৷
অরুণাচল প্রদেশের রহস্যময় পাহাড়ি অঞ্চলের গল্প ফুটে উঠবে এই ছবিতে ৷ ছবির বেশিরভাগ শ্য়ুটিংই করা হয়েছে এই অঞ্চলে(Bhediya film news) ৷ টিজারে শুরুতেই দেখানো হয়েছে একটি নেকড়ের শিকারকে তাড়া করার দৃশ্য় ৷ এরপর কিছু মানুষকে আগুনের চারধারে বসে মন্ত্রোচ্চারণ করতেও দেখা যায় ৷ আর তারপর সেই আগুনের শিখাটি ধীরে ধীরে নেকড়ের মুখ হয়ে উঠে ৷ যার জেরে মনে হয় এই ছবিতে অলৌকিক কাহিনির কিছু বাতাবরণ তৈরি হতে চলেছে (Bhediya teaser out) ৷