পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bhaswar Chatterjee: 'প্র‍্যাঙ্ক কল ভেবেছিলাম', প্রথম হিন্দি ওয়েব সিরিজ 'টুথ পরী' নিয়ে আড্ডায় ভাস্বর - Bhaswar Chatterjee Shares His Thoughts

হিন্দি ওয়েব সিরিজ 'টুথ পরী: হোয়েন লাভ বাইটস'-এর হাত ধরে প্রথমবার হিন্দি ওটিটিতে কাজ করলেন ভাস্বর ৷ জানালেন প্রথমে তো পুরো বিষয়টিকে প্র্যাঙ্ক কল ভেবেছিলেন তিনি ৷

Etv Bharat
টুথ পরী নিয়ে খোলামেলা আড্ডায় ভাস্বর

By

Published : Apr 20, 2023, 12:28 PM IST

Updated : Apr 20, 2023, 2:50 PM IST

কলকাতা, 20 এপ্রিল: নেটফ্লিক্সে চলছে হিন্দি ওয়েব সিরিজ 'টুথ পরী: হোয়েন লাভ বাইটস'। প্রতীম ডি গুপ্ত (প্রতীম দাশগুপ্ত) পরিচালিত এই সিরিজ দিয়েই হিন্দি ওয়েব সিরিজে অভিষেক হল বাংলার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের। যদিও হিন্দি ছবিতে অনেক আগেই অভিনয় করে ফেলেছেন তিনি । হিন্দি ছবি 'দ্য লেজেন্ড অফ ভগৎ সিং' তাঁর কেরিয়ারের অন্যতম একটি মাইলস্টোন। ইটিভি ভারতের সঙ্গে 'টুথ পরী'তে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি ।

ইটিভি ভারত:অফারটা এসেছিল কীভাবে?
ভাস্বর:2021 সালের সেপ্টেম্বর নাগাদ ভুটান বর্ডারে একটা ছবির আউটডোরে গিয়েছিলাম। সেখানে একটা কল আসে যে নেটফ্লিক্সে একটা হিন্দি ওয়েব সিরিজে আমাকে অভিনয় করতে হবে। আমি প্র‍্যাঙ্ক কল ভেবেছিলাম। কেননা নেটফ্লিক্সে আমাকে নেবেই বা কেন? তারপর শুনি ওটা প্রতীম দাশগুপ্ত বানাচ্ছেন। ও আমাদের কলকাতার ছেলে। আমরা একই স্কুলের। ও আমার থেকে একটু জুনিয়র। রাজি হয়ে গেলাম। মুম্বই থেকে ওদের টিম এল কলকাতায়। আমি গেলাম। লুক সেট হল। তারপর কাজ শুরু হল। আমার চরিত্রের শ্যুটিং কলকাতাতেই হয়েছে ।

ইটিভি ভারত: এখানে তো পুলিশ অফিসারের চরিত্রে আপনি?
ভাস্বর:হ্যাঁ। কখনও এর আগে পুলিশের চরিত্রে অভিনয় করিনি। এই প্রথমবার এরকম চরিত্রে। তাও আবার হিন্দিতে। খুব এক্সাইটিং। যদিও অ্যাকশন সিন নেই। সবটাই পুলিশ স্টেশনকেন্দ্রিক সিন। কিন্তু পুলিশের কিছু অ্যাকটিভিটি থাকে। সেগুলো করতে খুব মজা লেগেছে।

ইটিভি ভারত: কেমন ছিল শ্যুটিংয়ের দিনগুলো?
ভাস্বর:শ্যুটিং শুরু হয় 2022-এর জানুয়ারিতে। প্রত্যেকদিন সেটে কোভিড টেস্ট হত তখন। থার্ড ডে-তে জানলাম আমার কোভিড হয়েছে । বাড়ি ফিরে এলাম। কোনও উপসর্গ ছিল না আমার। এরপর জানলাম প্রতীম, সিকন্দর সবাই আক্রান্ত। টানা দু'মাস শ্যুটিং বন্ধ ছিল। মার্চ মাস নাগাদ আবার শুরু হল কলকাতায় শ্যুটিং। লার্জ স্কেলে কাজ হয়েছে। আমাদের ডাবিং হয়নি, সরাসরি সাউন্ড নেওয়া হয়েছে। কাজের ধরনই আলাদা। বলতে গেলে সবটাই অন্যরকম। অসাধারণ অভিজ্ঞতা।

ইটিভি ভারত: সবটাই অন্যরকম বলতে?
ভাস্বর:একটা ছোট্ট ঘটনা বলি। লাঞ্চের সময় একজন এসে বলছে দাদা কী খাবেন? আমি বললাম কী আছে? উনি বললেন আপনি আমার সঙ্গে আসুন। গিয়ে দেখি বিরাট ব্যুফে কাউন্টার। কী নেই সেখানে? আসলে আমাদের সঙ্গে ওদের বাজেটের অনেক তফাত। তাই ওরা অনেককিছুই করতে পারে। যা আমরা করতে পারি না। অবাক লাগল, কস্টিউমের উপর অ্যাপ্রন পরিয়ে দেওয়া হত খাওয়ার সময় । যাতে গায়ে খাবার না পড়ে । প্রচণ্ড যত্ন নেওয়া হত। প্যাক-আপের পরে কখনও বলতে হয়নি আমাকে গাড়ি দাও। গাড়ি রেডি থাকত সবসময়।

ইটিভি ভারত: প্রতীমের সঙ্গে আপনার এটা প্রথম কাজ। কেমন লাগল?
ভাস্বর:প্রতীম হল সবচয়ে ঠাণ্ডা মাথার পরিচালক। সেটেই প্রথম কথা আমার সঙ্গে। আগে কখনও কথা হয়নি ওর সঙ্গে। মমদির (মমতা শঙ্কর) কাছে ওর কথা শুনেছি। ঠাণ্ডা মাথায় বুঝিয়ে দেন পুরো বিষয়টা। কোনটা বললে ভালো হবে সেই ব্যাপারে অভিনেতার মতামত নেন। এটাও একটা বড় গুণ ওর।

Last Updated : Apr 20, 2023, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details