পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bhaswar chatterjee as Ajith: 'অভিনেতা কেকে রায়না দেখে অজিত হওয়ার ইচ্ছে !' ব্যোমকেশের নতুন 'অজিত' ভাস্বরের প্রতিক্রিয়া - অনির্বাণের বিপরীতে অজিতের ভূমিকায় ভাস্বর

সুদীপ্ত রায় পরিচালিত 'ব্যোমকেশ' (Byomkesh Bakshi)পর্বের সিজন 8-এ প্রথমবার অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে অজিতের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে ৷ অভিনেতা সোশাল মাধ্যমে অজিত হয়ে ওঠার কথা শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷

Etv Bharat
অজিতের ভূমিকায় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়

By

Published : Mar 21, 2023, 10:22 PM IST

Updated : Mar 21, 2023, 10:40 PM IST

ব্যোমকেশের নতুন সিজনে, নতুন রূপে ভাস্বর চট্টোপাধ্যায়

কলকাতা, 21 মার্চ: বড় পর্দা থেকে ছোট পর্দা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েক 'ব্যোমকেশ' যতবার উঠে এসেছে ততবার সাহিত্যপ্রেমী বাঙালি দু'হাত ভরে ভালোবাসা উজাড় করে দিয়েছে ৷ সত্যান্বেষী ব্যোমকেশ (Byomkesh Bakshi) যতবার রহস্যের গভীরে ডুব দিয়েছেন ততবার তার সারথী হয়েছেন বন্ধু, ফিলোজফার, গাইড অজিত ৷ কেকে রায়না থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, সুব্রত দত্ত কিংবা সুপ্রভাত দাস, পর্দায় হয়ে উঠেছেন ব্যোমকেশের 'অজিত' ৷ এবার নতুন সিজনে, নতুন রূপে অজিতের চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar chatterjee as Ajith)৷

সুদীপ্ত রায় পরিচালিত 'ব্যোমকেশ' পর্বের সিজন 8-এ প্রথমবার অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে অজিতের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে ৷ বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে 2017 সালে সাহিত্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ৷ জনপ্রিয়তার নিরিখে কখনো 'রক্তের দাগ', 'সজারুর কাঁটা', 'অগ্নিবাণ', 'চোরাবলি'-র মতো গল্প দর্শকদের উপহার দিয়েছেন সায়ন্তন ঘোষাল, সৌমিক চট্টোপাধ্যায় বা সৌমিক হালদারের মতো পরিচালকেরা ৷ এবার আসরে নেমেছেন পরিচালক সুদীপ্ত রায় ৷ রহস্য-রোমাঞ্চে ভরপুর 'চিড়িয়াখানা' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'ব্যোমকেশ ও পিঁজরাপোল' ৷

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় সোশাল মাধ্যমে অজিত হয়ে ওঠার কথা শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "নতুন সিজনে, নতুন রূপে তৈরি আমাদের প্রিয় সত্যান্বেষী ও তাঁর সঙ্গী !Here's presenting Bhaswar Chatterjee as Ajit!"৷

ইটিভি ভারত-এর তরফ থেকে অভিনেতা ভাস্বরকে ফোন করা হলে তিনি জানালেন অজিত হয়ে ওঠার নেপথ্যের কাহিনী ৷ তিনি বলেন, "একদিন এসভিএফ থেকে ফোন আসে ৷ সেখানে বলা হয়, ব্যোমকেশের সিজন এইটের জন্য অজিতের চরিত্রের জন্য আমাকে ভাবা হয়েছে ৷ আমি করব কি না ? আমি এককথায় রাজি হয়ে যাই ৷ অজিত প্রিয় চরিত্র আমার ৷ অনেকের যেমন ব্যোমকেশ করার খুব ইচ্ছে থাকে, আমার অজিতের চরিত্র করার ইচ্ছে ছিল ৷ কারণ, আমি যখন প্রথম ব্যোমকেশ দেখি যেটি বাসু চট্টোপাধ্যায় হিন্দিতে পরিচালনা করেছিলেন, সেখানে কেকে রায়না হতেন অজিত ৷ আমার খুব ভালো লাগত ৷ কারণ অজিতই তো পুরো গল্পটা বলে ৷ ব্যোমকেশের ওই তো লেখক ৷ ফলে ওঁনার চোখ দিয়েই ব্যোমকেশকে দেখা ৷ "

এই প্রসঙ্গে প্রথমবার অনিবার্ণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ভাস্বর বলেন, "ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভালো ৷ আগে অনিবার্ণের সঙ্গে পরিচয় ছিল না ৷ কখনও কোথাও দেখাও হয়নি ৷ প্রথম দেখা লুক সেটের সময় ৷ প্রথম দিন থেকেই একটা আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় ৷ এমনকি আমরা একই মেকআপ ভ্যানও ব্যবহার করতাম ৷ গতবছর ডিসেম্বরে প্রচন্ড ঠান্ডায় কলকাতায় শুট করেছি আমরা ৷ ফলে কাজের মাঝে গল্প চলত ৷ পাশাপাশি অনিবার্ণ ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল এই প্রোজেক্টে ৷ ফলে ওর ইনভলভমেন্টও অনেক বেশি ছিল ৷ কখনও মনেও হয়নি ব্যোমকেশকে বেশি হাইলাইট করা হয়েছে, অজিতকে নয় ৷ তাই কাজ করতে গিয়ে কোনওরকম অসুবিধা হয়নি ৷"

কতটা চ্যালেঞ্জিং ছিল অজিত হয়ে ওঠা ? উত্তরে অভিনেতা জানান, "আসলে আমি এই চরিত্র নিয়ে ভাবিনি ৷ এই রে ! আমার আগে এতজন অজিতের চরিত্র করে গিয়েছেন ৷ এসব ভেবে কোনও লাভ নেই ৷ আমাকে যখন দেওয়া হয়েছে আমি আমার মতো করে করব ৷ যতটুকু সম্ভব মন দিয়ে কাজ করেছি ৷ ডিরেক্টর ভালো ছিল ৷ এমন অনেক জায়গায় হয়েছে, যেটা লেখা নেই স্ক্রিপ্টে, সেগুলোও আমরা করেছি ৷ পরিচালক সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা সকলেই দেখেছেন, দারুণ সিনেমা ৷ কিন্তু যখন এই কাজটার অফার আসে, আমি আর দেখিনি ৷ কারণ দেখা চরিত্রটা কোথাও একটা মাথায় থেকে যায় ৷ আমি কোনও বার্ডেন নিয়ে সেটে যেতে চাইনি ৷ আমি গিয়েছি একদম নতুন, আমাকে যেমন করতে বলবে আমি তেমন করব ৷ কোথাও কোনও ইনপুট করতে হলে সেটা আমি করব ৷ আমি কোনও চাপই নিইনি অজিত করার জন্য ৷"

আরও পড়ুন: শোকসভায় শেষবারের মতো বন্ধু সতীশকে আলবিদা অনুপমের !

Last Updated : Mar 21, 2023, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details