মুম্বই, 4 এপ্রিল : রবিবার জনপ্রিয় টিভি অভিনেত্রী ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার পরিবারে এল এক নতুন সদস্য ৷ শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভারতী তাঁর স্বামীকে বলছেন, "কবে আমাদের সন্তান আসবে বল তো ?" অবশেষে অপেক্ষার অবসান, ভারতী এখন পুত্র সন্তানের জননী (Bharti Singh Gave Birth to a Baby Boy on Sunday)৷
শনিবার ভারতীর এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ৷ নিজের কাজের প্রতি অভিনেত্রীর সমর্পনকে সম্মান জানিয়েছিলেন তাঁরা ৷ কারণ সন্তান জন্ম দেওয়ার আগের দিন অর্থাৎ শনিবার পর্যন্ত কাজ করেছিলেন অভিনেত্রী ৷ সেই কারণেই ভিডিয়োর ক্যাপশনে তাঁরা লেখেন, "ভারতী সিংহকে স্যালুট কারণ তিনি গতকাল পর্যন্ত কাজ করছেন । ঠিক যেমন শাহরুখ খান একবার বলেছিলেন "তোমার কাজই তোমার ধর্ম।"