পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Geeta Basra New Film: বাঙালি অভিনেতার বিপরীতে বড় পর্দায় ফিরছেন হরভজন-পত্নী - Parambrata Chatterjee New Film

প্রায় ছ'বছর পর কামব্য়াক করছেন হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরা ৷ তাঁর আগামী ছবির নাম 'নোটারি'(New Film Notary) ৷ তাঁকে এবার দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বিপরীতে (Parambrata Chatterjee New Film) ৷

Geeta Basra New Film
ছ'বছর পরমের হাত ধরে পর্দায় কামব্যাক হরভজন পত্নীর

By

Published : Sep 15, 2022, 4:47 PM IST

মুম্বই, 15 সেপ্টেম্বর: অভিনেত্রী তথা ক্রিকেটার হরভজন সিং'য়ের স্ত্রী গীতা বসরাকে (Bhajjis wife Geeta Basra) শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ভাইয়াজি সুপারহিট' এবং 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড'-এর মতো ছবিগুলিতে (Geeta Basra Films)৷ এবার তিনি ফের কামব্য়াক করছেন পর্দায় ৷ তাঁর আগামী ছবির নাম 'নোটারি'(New Film Notary) ৷ প্রায় ছ'বছর পর ফের একবার দর্শকরা দেখবেন তাঁর অভিনয়(Geeta Basra New Film) ৷

তাঁকে এবার দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায়ের বিপরীতে (Parambrata Chatterjee New Film)৷ এই ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন পবন ওয়াদেয়র ৷ জানা গিয়েছে এই ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী অক্টোবর থেকে ৷ গীতা এর আগে দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সময় সংবাদ মাধ্য়মকে বলেছিলেন, "ভাজ্জির ব্যস্ত সময়সূচী এবং হিনায়ার স্কুলের কারণে, আমি খুব কমই অভিনয় করতে পারি এবং এখন আমি জানি না আবার কখন ছবিতে এমন সুযোগ পাব।"

তাঁদের এই পারিবারিক ছুটি নিয়ে গীতা আরও বলেছিলেন, "হিনায়ার দীপাবলির ছুটিতেও আমি শ্যুটিং করব ৷ তাই এই পাঁচদিনের ছুটিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা পারিবারিক ছুটি কাটাবো ৷" প্রসঙ্গত, 2015 সালে ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গীতা (Wife of cricketer Harbhajan Singh) ৷ তাঁদের এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে ৷ ছেলে জোভান বীর সিং এবং মেয়ের নাম হিনায়া হীর প্লাহা ৷

প্রায় ছয় বছর পর ফের একবার দর্শকরা দেখবেন তাঁর অভিনয়

আরও পড়ুন:সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের নোরা ফতেহিকে সমন পাঠাল দিল্লি পুলিশ

অন্য়দিকে পরমব্রত সম্প্রতি একাধিক হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করে চেলেছেন ৷ তাঁর সাম্প্রতিক কাজের মধ্য়ে একদিকে যেমন মধ্য়ে রয়েছে 'কৌন প্রবীণ তাম্বে', 'আরণ্যক', তেমনই আবার রয়েছে 'অভিযান'-এর মতো বাংলা ছবিও ৷ এই মুহূর্তে তিনি ব্যস্ত পরিচালনা নিয়ে ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'বৌদি ক্যান্টিন'৷

ABOUT THE AUTHOR

...view details