হায়দরাবাদ 14 ডিসেম্বর: কেউ তাঁকে বলেন, ভারতীয় সিনেমার দ্য গ্রেটেস্ট শো-ম্যান। আবার কেউ তাঁকে বলেন, ভারতীয় সিনেমার চার্লি চ্যাপলিন ৷ বলা ভালো, বাবা পৃথ্বিরাজ কাপুরের পর হিন্দি সিনেমায় ইতিহাস তৈরি করেছেন তিনি ৷ রাজ কাপুর ৷ 1924 সালের আজকের দিনেই পৃথ্বিরাজ ও কাপুর ও রামসরণী দেবী কাপুরের ঘরে জন্মগ্রহণ করেন তিনি ৷ অনুরাগীদের কাঁদিয়ে 1988 সালে শেষ হয় মহাজীবন। তবু এত বছর বাদেও একইরকম প্রাসঙ্গিক রাজ কাপুর।
ফিল্মি ঘরানায় বেড়ে ওঠা রাজ কাপুর 10 বছর বয়সে সিনে দুনিয়ায় পা রাখেন 1935 সালের 'ইনকিলাব' ছবির হাত ধরে ৷ 1947 সালে মধুবালার বিপরীতে মুখ্য চরিত্রে নজর কাড়েন 'নীল কমল' ছবিতে ৷ মাত্র 24 বছর বয়সেই তিনি তৈরি করেন নিজের ফিল্ম স্টুডিয়ো, আরকে ফিল্মস ৷ ভারতীয় সিনেমায় সবচেয়ে কমবয়সি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন 'আগ' ছবির মধ্য দিয়ে ৷ ছবি প্রযোজনা, পরিচালনা ও অভিনয়, তিনটি রূপেই দেখা যায় রাজ কাপুরকে ৷ সেই শুরু ৷ ভারতীয় সিনেমার শো-ম্যান দর্শকদের একাধিক সাহসী, রোম্যান্টিক, মজার ছবি উপহার দেন ৷ পরিচালক, অভিনেতার জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর সেরা 7টি ছবির তালিকা ৷
আন্দাজ (1949)- মেহবুবু খানের পরিচালনায় রোম্যান্টিক ড্রামা ছবি 'আন্দাজ' নজর কাড়ে দর্শকদের ৷ নার্গিস, দিলীপ কুমার ও রাজ কাপুরের অনবদ্য অভিনয়ের জেরে ব্লকব্লাস্টার হিট হয় ছবিটি ৷
বরসাত (1949)- সেই বছরই মুক্তি পায় আরও একটি ব্লকব্লাস্টার ছবি 'বরসাত' ৷ রাজ কাপুর অভিনীত ও পরিচালিত এই ছবি ম্যাজিক তৈরি করে সিনে পর্দায় ৷ বিপরীতে ছিলেন সেই নার্গিস ৷ পরিচালক হিসেবে বি-টাউনে প্রতিষ্ঠিত হন রাজ কাপুর ৷ এই ছবির সাফল্যের পরেই 1950 সালে তিনি আরকে স্টুডিয়ো কেনেন ৷ ছবির ব্যবসা ছাপিয়ে যায় 2 মাস আগে মুক্তি পাওয়া আন্দাজ ছবির বক্সঅফিসকেও ৷ শুধু তাই নয়, এই ছবির বেশ কিছু অংশ রাজ কাপুর শুটিং করেছিলেন কাশ্মীরে ৷ তারপর তিনি পরিচালক হিসেবে আরও কোনও ছবির শুটিং করেননি উপত্যকায় ৷ অন্যদিকে, শঙ্কর-জয়কিষান এই ছবির হাত ধরেই মিউজিক দুনিয়ায় যাত্রা শুরু করেন ৷ লতা মঙ্গেকশকরের কণ্ঠে 'হাওয়া ম্যায় উড়তা জায়' গান আজও সমান জনপ্রিয় ৷
আওয়ারা (1951)- রাজ কাপুর পরিচালিত ও প্রযোজিত 'আওয়ারা'কে রাখতেই হবে সেরা ছবির তালিকায় ৷ ছবিতে নার্গিস ছাড়াও অভিনয় করেন, রাজ কাপুরের বাবা পৃথ্বিরাজ কাপুর ৷ বিশেষ ভূমিকায় দেখা যায় রাজ কাপুরের ঠাকুরদা দেওয়ান বাশেশ্বরনাথ কাপুর ও ভাই শশী কাপুরকে ৷ উল্লেখ্য, ছবিতে রাজ কাপুরের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল শশীকে ৷ গানের পাশাপাশি ভারতীয় সিনেমার ইতিহাসে 'আওয়ারা' ছবির নাম আজও উজ্জ্বল ৷
বুট পলিশ (1954)- হিন্দি কমেডি ও ড্রামায় ভরপুর ছবি বুট পলিশ ৷ রাজ কাপুরের প্রযোজনায় ও প্রকাশ অরোরার পরিচালনায় এই ছবি নজর কাড়ে কানস ফিল্ম ফেস্টিভ্যালে ৷ অন্যদিকে, সেরা ছবি হিসাবে ছিনিয়ে নেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসও ৷
শ্রী 420 (1955)- এই বছরে মুক্তি পায় রাজ কাপুর পরিচালিত ও প্রযোজিত শ্রী 420 ৷ নার্গিসের বিপরীতে ছবির অভিনয় যেমন ছিল অনবদ্য তেমনই শঙ্কর-জয়কিষানের সুরে ও শৈলেন্দ্র-হসরত জয়পুরির লেখনীতে প্রতিটা গান ইতিহাস তৈরি করে ৷ শুধু তাই নয়, বক্সঅফিসেও এই ছবি রেকর্ড গড়ে ৷ পরবর্তী সময় অর্থাৎ 1957 সালে মাদার ইন্ডিয়া ছবি শ্রী 420-র বক্সঅফিস রেকর্ড ভাঙতে সক্ষম হয় ৷