বাহরাইচ, 4 জানুয়ারি:'পাঠান'-এর প্রথম গান নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না ৷ 'বেশরম রং' নিয়ে ফের একবার কাঠগড়ায় নির্মাতারা (Besharam Rang row ) ৷ এবার এই গানের বিরুদ্ধে সোচ্চার হল উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) ৷ তাদের দাবি, 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে ৷ তাই এই গানটিকে এখনই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত (Child Welfare Committee objection on Pathaan song) ৷
জুভেনাইল জাস্টিস (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন 2015-র অধীনে এই মর্মে ডিজিপি-র কাছে একটি চিঠিও পাঠিয়েছেন তাঁরা ৷ পাঠানো হয়েছে গানের ক্লিপিংসও ৷ ডিজিপিকে পাঠানো এই চিঠিতে বাহরাইচ সিডব্লিউসি সভাপতি সতীশ কুমার শ্রীবাস্তব, দীপমালা প্রধান, অর্চনা পান্ডে এবং নবনীত মিশ্রকে নিয়ে গঠিত চার সদস্যের বেঞ্চের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশ সরকার কিশোর-কিশোরীদের দক্ষতা বিকাশের জন্য মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা করেছে ৷ তাই এই ধরনের বিষয় যা সহজে উপলব্ধ এবং ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে, তা জনস্বার্থে সরিয়ে দেওয়াই উচিত (Trouble continues to loom for Pathaan) ৷
'পাঠান' নিয়ে বিতর্ক অবশ্য় এই প্রথম নয় ৷ ইতিমধ্য়েই তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর কাছে শাহরুখ-দীপিকার এই মিউজিক ভিডিয়োটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ জমা পড়েছে ৷ এরপর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারপার্সন প্রসূন যোশি ছবি মুক্তির আগে বেশকিছু পরিবর্তনের পরামর্শ দেন ৷ একইসঙ্গে একটি রিভাইসড ভার্সনও জমা দিতে বলা হয় তাঁদের ৷