মুম্বই, 29 ডিসেম্বর:এর আগেই 'বেশরম রং' গান প্রকাশ্যে আসার পর শাহরুখের 'পাঠান' ছবিটি বয়কটের দাবি তুলে টুইট করেছিলেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ তিনি লিখেছিলেন, "পাঠান-এর গানে টুকরে টুকরে গ্য়াং-এর সমর্থক অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক অত্যন্ত আপত্তিকর ৷ গানটির শুটিংও করা হয়েছে নোংরা মানসিকতা নিয়ে। গানের দৃশ্য এবং পোশাক সংশোধন করা উচিত, অন্যথায় মধ্যপ্রদেশে ছবিটির অনুমতি দেওয়া উচিত কি না, তা বিবেচনা করতে হবে ( MP minister says Pathaan release in state doubtful)।" এবার ছবি নিয়ে মুখ খুলল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-ও ৷ সিবিএফসি চেয়ারপার্সন প্রসূন যোশি জানিয়েছেন, নির্মাতাদের 'পাঠান'-এর গানে কিছু পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে এবং সংশোধিত ভিডিয়ো জমা দিতে বলা হয়েছে (CBFC advises changes in Pathaan) ৷
প্রসূন যোশি বলেন, "সিবিএফসি নির্দেশিকা অনুসারে যা যা বিষয় দেখা দরকার, 'পাঠান'-এর ক্ষেত্রে তা যথাযথভাবেই দেখা হয়েছে ৷ কমিটি ছবিতে এবং ছবির গানে বেশকিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছে ৷ একইসঙ্গে নির্মাতাদের ছবি মুক্তির আগে একটি 'রিভাইসড ভার্সন' জমা দিতে বলা হয়েছে(Prasoon Joshi on Pathaan) ৷" তিনি আরও বলেন, "সৃজনশীল অভিব্যক্তি এবং দর্শকদের সংবেদনশীলতা এই দু'টি বিষয়ের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে সিবিএফসি তৎপর ৷" তাঁর মতে সকলের সঙ্গে আলোচনার মাধ্যমেই একটি সঠিক সমাধান খুঁজে পাওয়া সম্ভব ৷