পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mithai Serial: পর্দায় আর দেখা যাবে না উচ্ছেবাবু ও মিঠাইয়ের খুনসুটি, তিক্ততাই কি মিঠাই শেষের বড় কারণ ! - আদৃত সৌমিতৃষা

শেষ হল আদৃত-সৌমিতৃষার পথ চলা ৷ শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ৷ 31 মে ছিল ধারাবাহিকের শেষ শুটিং ৷ এই দিন মিঠাই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ তবে শেষ থেকেই নতুন জার্নি শুরু করতে চলেছেন সকলের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষা ৷

Mithai Serial
শেষ হল আদৃত-সৌমিতৃষার পথ চলা

By

Published : Jun 1, 2023, 7:12 PM IST

কলকাতা, 1 জুন: শেষের পথে মোদক পরিবারের সফর অর্থাৎ ধারাবাহিক 'মিঠাই'। চলতি মাসে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। সিরিয়ালের শ্যুটিং পর্ব মিটেছে 31 মে। অবশেষে প্রায় আড়াই বছরের সফরে ইতি টানল মোদক পরিবার। শেষদিন ভক্তদেরও ছিল মন খারাপ। এদিন ভারতলক্ষ্মী স্টুডিওয় ভিড় জমিয়েছিল মিঠাই ফ্যানেরা। অনেকেই প্রশ্ন তুলেছেন সফল এক ধারাবাহিক হওয়া সত্ত্বেও কেন শেষ হচ্ছে মিঠাই ? এই বিষয়ে ধারাবাহিক নির্মাতারা মুখে কুলুপ আটলেও অন্দরমহলের খবর, দিন দিন পড়ে যাচ্ছিল 'মিঠাই'-এর টিআরপি ৷ যার জেরেই এই সিদ্ধান্ত ৷

আড়াই বছরের মধ্যে বেশ কয়েকটি সপ্তাহ ধরে টেলিভিশনের পর্দায় এক প্রকার একাই রাজত্ব করেছে 'মিঠাই'। পরের পর সপ্তাহে পেয়েছে সেরার শিরোপা। গল্পের মোচড়ের ক্যারিশ্মায় হয়ে উঠেছিল জনপ্রিয়তম। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে বাড়তে থাকে প্রতিদ্বন্দ্বিতাও ৷ অন্যান্য ধারাবাহিকের চিত্রনাট্য, অভিনয় ছাড়িয়ে যেতে থাকে মিঠাই-কে ৷ কমতে থাকে 'মিঠাই'-এর টিআরপি। গত সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি ছিল 2.4। এই সপ্তাহে সামান্য বেড়ে দাঁড়িয়েছ 2.6-এ। বলা বাহুল্য, সিড আর মিঠাই-এর রসায়ন ফিকে পড়ে যাচ্ছিল দর্শকদের কাছে ৷

আসলে 'সিধাই' জুটি পর্দায় সুপারহিট হলেও বাস্তবে আদৃত-সৌমিতৃষার সম্পর্কের সমীকরণ নিয়ে টলিপাড়ায় কম কানাঘুষো শোনা যায়নি। শোনা গিয়েছিল, অফ-ক্যামেরা পরস্পরের সঙ্গে নাকি একদম স্বচ্ছন্দ ছিলেন না আদৃত-সৌমিতৃষা ৷ বিগত বেশ কয়েকটা মাস একসঙ্গে ইন্টারভিউ দিতে দেখা যায়নি মিঠাই জুটিকে ৷ অফস্ক্রিন দূরত্বের সেই ছাপও কি পর্দায় বুঝতে পেরেছিলেন জনতা জনার্দন? সেই উত্তর জানা না থাকলেও মিঠাই-এর শেষদিনে তিক্ততা ভুলে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন আদৃত-সৌমিতৃষা ৷ শেষবার আলিঙ্গনও করেন একে অপরকে ৷

আরও পড়ুন: বোলপুরে ব্যোমকেশের শ্যুটিংয়ের ফাঁকে ব্যাট হাতে ময়দানে দেব

পাশাপাশি, ছোটপর্দায় মিঠাইয়ের জার্নি শেষ করলেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু ৷ দেবের নায়িকা হিসাবে 'প্রধান'-এ দেখা যাবে সৌমিতৃষাকে। ফলে বড় পর্দায় নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌমিতৃষা ৷ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি ৷ দেবের বিপরীতে নায়িকা হতে পেরে তিনি আপ্লুত ৷ শুটিং শুরু হবে অগষ্টে ৷

ABOUT THE AUTHOR

...view details