কলকাতা, 1 জুন: শেষের পথে মোদক পরিবারের সফর অর্থাৎ ধারাবাহিক 'মিঠাই'। চলতি মাসে এই ধারাবাহিকের শেষ সম্প্রচার। সিরিয়ালের শ্যুটিং পর্ব মিটেছে 31 মে। অবশেষে প্রায় আড়াই বছরের সফরে ইতি টানল মোদক পরিবার। শেষদিন ভক্তদেরও ছিল মন খারাপ। এদিন ভারতলক্ষ্মী স্টুডিওয় ভিড় জমিয়েছিল মিঠাই ফ্যানেরা। অনেকেই প্রশ্ন তুলেছেন সফল এক ধারাবাহিক হওয়া সত্ত্বেও কেন শেষ হচ্ছে মিঠাই ? এই বিষয়ে ধারাবাহিক নির্মাতারা মুখে কুলুপ আটলেও অন্দরমহলের খবর, দিন দিন পড়ে যাচ্ছিল 'মিঠাই'-এর টিআরপি ৷ যার জেরেই এই সিদ্ধান্ত ৷
আড়াই বছরের মধ্যে বেশ কয়েকটি সপ্তাহ ধরে টেলিভিশনের পর্দায় এক প্রকার একাই রাজত্ব করেছে 'মিঠাই'। পরের পর সপ্তাহে পেয়েছে সেরার শিরোপা। গল্পের মোচড়ের ক্যারিশ্মায় হয়ে উঠেছিল জনপ্রিয়তম। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকে বাড়তে থাকে প্রতিদ্বন্দ্বিতাও ৷ অন্যান্য ধারাবাহিকের চিত্রনাট্য, অভিনয় ছাড়িয়ে যেতে থাকে মিঠাই-কে ৷ কমতে থাকে 'মিঠাই'-এর টিআরপি। গত সপ্তাহে এই ধারাবাহিকের টিআরপি ছিল 2.4। এই সপ্তাহে সামান্য বেড়ে দাঁড়িয়েছ 2.6-এ। বলা বাহুল্য, সিড আর মিঠাই-এর রসায়ন ফিকে পড়ে যাচ্ছিল দর্শকদের কাছে ৷