হায়দরাবাদ, 31 অগস্ট: নয় নয় করে 75টা দিন অতিক্রম করে প্রেক্ষাগৃহে দর্শকদের মনোরঞ্জন করে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি 'দত্তা' ৷ 16 জুন মুক্তি পেয়েছে এই ছবি ৷ পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন নির্মল চক্রবর্তী ৷ একদিকে বড়পর্দায় ছবির সাফল্য অন্যদিকে, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মবার্ষিকীতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷
এই বিষয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালক নির্মল চক্রবর্তীর সঙ্গে ৷ তিনি বলেন, "খুবই ভালো লাগছে ৷ আমার প্রথম ছবি প্রেক্ষাগৃহে থাকতে থাকতেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে ৷ এবার আরও অনেক বেশি দর্শক এই ছবি দেখতে পাবেন ৷ পরিচালক হিসাবে এর থেকে বেশি খুশির বিষয় আর কী হতে পারে ৷ এটা ওটিটিতে আসছে 15 সেপ্টেম্বর ৷ সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মবার্ষিকীতে ছবিটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ৷ এটা ভেবেই খুব ভালো লাগছে ৷"
প্রথমবার ছবি পরিচালনা তাও আবার সাহিত্য নির্ভর ৷ যে ছবি কি না, এর আগে 1951 সালে প্রথমবার তৈরি করেছিলেন পরিচালক সৌমেন মুখোপাধ্যায়। সেই ছবিতে বিজয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন সুনন্দা দেবী। এরপর 1976 সালে শরৎচন্দ্রের 100 বছরের জন্মদিনে সুচিত্রা সেনকে বিজয়া চরিত্রে রেখে অজয় কর তৈরি করেন 'দত্তা'। এবার নির্মল চক্রবর্তী পরিচালিত 'দত্তা' ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা গিয়েছে বিজয়ার চরিত্রে ৷ অভিনেত্রীও ছবির সাফল্য নিয়ে খুশি বলে জানিয়েছেন পরিচালক ৷