পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Projapoti Film: নন্দনে ব্রাত্য হলেও ভারতজুড়ে উড়বে প্রজাপতি, ঘোষণা দেবের

বিতর্ক সরিয়ে ছবি নিয়ে সুখবর দিলেন প্রযোজক-অভিনেতা। নন্দনে ব্রাত্য হলেও এবার সারা ভারতে উড়বে প্রজাপতি ৷ অর্থাৎ ভারতব্যাপী মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি, ঘোষণা করলেন দেব (Bengali film Projapoti set to release India-wide) ৷

Projapoti Film
ভারতজুড়ে মুক্তি পাচ্ছে দেব-মিঠুনের প্রজাপতি

By

Published : Dec 28, 2022, 5:59 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর:নন্দনে জায়গা হয়নি দেব প্রযোজিত এবং অভিনীত ছবি 'প্রজাপতি' ৷ ছবিতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির কারণেই রাজনৈতিক রং লাগিয়ে নন্দনে ব্রাত্য করা হয়েছে ছবিটিকে ৷ এমনই অভিযোগের মাঝে শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য উসকে দিয়েছে রাজনৈতিক তরজা ৷ দেবের সঙ্গে তাঁর মন্তব্য-পালটা মন্তব্যের পালা চলছেই ৷ যদিও বিতর্ক সরিয়ে ছবি নিয়ে সুখবর দিলেন প্রযোজক-অভিনেতা। নন্দনে ব্রাত্য হলেও এবার সারা ভারতে উড়বে প্রজাপতি ৷ অর্থাৎ ভারতব্যাপী মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি, ঘোষণা করলেন দেব (Bengali film Projapoti set to release India-wide) ৷

আগামী পরশু অর্থাৎ, 30 ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পেতে চলেছে অভিজিৎ সেন পরিচালিত এই ছবি ৷ অভিনয়ে দেব-মিঠুন ছাড়াও রয়েছেন মমতা শংকর, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়। বুধবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে দেব সুখবর দিলেন অনুরাগীদের ৷ টুইটে দেব লিখলেন, "আগামী শুক্রবার থেকেই ভারতজুড়ে মুক্তি পাচ্ছে প্রজাপতি ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details