পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Indrani Haldar New Film: বিয়ের পর মেয়েদের পদবী বদল কতটা যুক্তিসঙ্গত? রায় জানাবেন ইন্দ্রাণীরা

পাঁচ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar in Big screen After Five Years)। পরিচালক সুদীপ দাসের ছবি 'কুলের আচার'-এর হাত ধরেই ফের পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে ৷ ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামি 15 জুলাই।

Indrani Haldar New Film
বিয়ের পর মেয়েদের পদবী বদল কতটা যুক্তিসঙ্গত? রায় জানাবেন ইন্দ্রাণীরা

By

Published : Jun 8, 2022, 1:52 PM IST

কলকাতা, 8 জুন : লম্বা বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar in Big screen After Five Years)। মাঝখানে কেটে গিয়েছে প্রায় পাঁচ-পাঁচটি বছর ৷ পরিচালক সুদীপ দাসের ছবি 'কুলের আচার' (Bengali Film Kuler Achar) মুক্তি পেতে চলেছে এই বর্ষাতেই । যাঁরা টক, ঝাল, মিষ্টি একসঙ্গে ভালোবাসেন তাঁদের কাছে কুলের আচার এক লোভনীয় খাবার । শীত পড়লেই পাকা কুল ঘরে এনে মশলাপাতি সহযোগে রসিয়ে কষিয়ে বানিয়ে ফেলা হয় কুলের আচার । বেশ কিছুদিন ওই দিয়েই জমে যায় নিস্তব্ধ দুপুর ।

আর এবার সেই টক-ঝাল-মিষ্টির স্বাদ মিলবে ভরা বর্ষায় । তবে তা নতুন বাংলা ছবি 'কুলের আচার'-এর দৌলতে ৷ ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামি 15 জুলাই। প্রযোজনা সংস্থার তরফেই জানানো হয়েছে মুক্তির দিন । এই ছবির দৌলতেই অনেকদিন পর বড় পর্দায় ইন্দ্রাণী হালদার । পাশাপাশি নতুন জুটি হিসেবে দর্শক পাবে মধুমিতা সরকার এবং বিক্রম চট্টোপাধ্যায়কে । প্রসঙ্গত, বাংলা ধারাবাহিক 'শ্রীময়ী' শেষ হতেই দর্শকের মনে প্রশ্ন জেগেছিল এ বার কোথায় দেখা যাবে তাঁদের প্রিয় 'শ্রীময়ী' ইন্দ্রাণী হালদারকে (Indrani Haldar Film)? অনেকেই ভেবেছিলেন হয়ত 'গোয়েন্দা গিন্নি-2'-তে ফিরবেন তিনি । কিন্তু না, এখনও সে রকম কোনও শক্তপোক্ত খবর নেই টলিপাড়ায় । তবে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সকলের প্রিয় মামনি দি-কে । তাঁর সঙ্গে এই ছবিতে জুটি বাঁধবেন নীল মুখোপাধ্যায় ।

মধুমিতার চরিত্রের নাম মিঠি, বিক্রমের চরিত্রের নাম প্রীতম । প্রীতমের মায়ের চরিত্রেই দেখা যাবে ইন্দ্রাণীকে । আর বাবার চরিত্রে নীল মুখোপাধ্যায় । মিঠি বিয়ের পর তাঁর পদবী পালটাতে চান না । তাঁর মতে, ছেলেরা তো বিয়ের পর পদবী বদলায় না । শুধু মেয়েরাই কেন বদলাবে । তাঁর মতে, পদবীর সঙ্গে বাবা-মা-দাদু-ঠাকুমার অস্তিত্ব জড়িয়ে থাকে । তাকে ঝেড়ে ফেলার কোনও মানেই হয় না । এই নিয়ে রীতিমত একরোখা হয়ে ওঠেন মিঠি । বলাবাহুল্য, মিঠির মতো এমন দাবি অনেক মেয়েরই । এর ফলে অনেক আলোচনা, সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁদের । শ্বশুরবাড়িতে সইতে হয় নানা গঞ্জনা । মিঠিকেও কি তেমনই কিছু সইতে হবে ? জানা যাবে ছবিতে ।

পাঁচ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার

আরও পড়ুন : নাম বদলাতে চলেছে সলমনের আসন্ন ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি'-র

এক্ষেত্রে প্রশ্ন আছে আরও । তাহলে যাঁরা পদবী বদলান তাঁরা সবাই কি ভুল ? আর যাঁরা প্রিয়াঙ্কা চোপড়ার মতো দুটো পদবীই রাখে তাঁরাও কি ভুল ? তাহলে কে ঠিক আর কে ভুল, তা নিয়েই এই ছবির যাত্রাপথ । ঘটনার নিরিখে উঠে আসবে গোটা ব্যাপারটা, এমনটাই দাবি পরিচালক সুদীপ দাসের । কাহিনি এবং চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই । ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর মৈনাক ভৌমিক ।

ABOUT THE AUTHOR

...view details