পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gautam Halder: বিদ্যা বালনের পরিচালক গৌতম হালদার প্রয়াত, স্মৃতিতে ভাসলেন অভিনেতা জয় সেনগুপ্ত - ভালো থেকোর পরিচালক

Bengali director Gautam Halder No more: বিদ্যা বালনের ছবি ভালো থেকোর পরিচালক গৌতম হালদার প্রয়াত হয়েছেন ৷ তাঁর স্মৃতিতে ভাসলেন ওই ছবির অভিনেতা জয় সেনগুপ্ত ৷

Bengali director Gautam Halder No more
Bengali director Gautam Halder No more

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 2:37 PM IST

Updated : Nov 3, 2023, 6:01 PM IST

গৌতম হালদারের প্রয়াণে স্মৃতিতে ভাসলেন অভিনেতা জয় সেনগুপ্ত

কলকাতা, 3 নভেম্বর:জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি 'ভালো থেকো'র পরিচালক গৌতম হালদারের জীবনাবসান । আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বিদ্যা বালন, রাখি গুলজারের মতো অভিনেত্রীর নিয়ে ছবি করার পাশাপাশি নাট্য নির্দেশনাতেও বেশ জনপ্রিয় ছিলেন গৌতম হালদার ৷

লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা 'জন্মদিন' গল্প অবলম্বনে 2003 সালে মুক্তি পায় 'ভালো থেকো' । একটি নয়, তিনটি বিভাগে জাতীয় পুরস্কার পায় গৌতম হালদার পরিচালিত প্রথম ছবি 'ভালো থেকো'। সৌমিত্র চট্টোপাধ্যায়, বিদ্যা বালন, জয় সেনগুপ্ত, দেবশংকর হালদার, অনসূয়া মজুমদার, রিমঝিম গুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে অভিনয় করেন এই ছবিতে । ছবিতে জয় সেনগুপ্ত ছিলেন বাবুয়া শাইনের ভূমিকায় । পরিচালকের প্রয়াণে শোকাহত তিনি । পরিচালক গৌতম হালদারের সঙ্গে শুটিঙের অভিজ্ঞতা তিনি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ।

এ দিন মুম্বই থেকে শুটিঙের ফাঁকে জয় সেনগুপ্তের সঙ্গে কথা বলে ইটিভি ভারত ৷ তিনি বলেন, "যত কাজ করেছি তার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা বলব । ওই ছবি করতে গিয়ে শুরু থেকেই দারুণ অভিজ্ঞতা হয়েছে । কেমন যেন পিকনিক করতে কর‍তে কাজটা হয়ে গিয়েছিল । গৌতমদার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল । একবারের জন্যও মনে হয়নি এটা ওঁর প্রথম কাজ । সাংস্কৃতিক জগতের প্রত্যেকটি মানুষকে এক সুতোয় বেঁধে কাজটা করিয়ে নিতে পারতেন তিনি । থিয়েটার জগৎ, সিনেমার জগৎ, পাবলিশিং, এডিটিং, মিউজিক - সব ক্ষেত্রের মানুষকে নিয়ে কাজ করিয়ে নিতে পারতেন গৌতমদা । কাজের দক্ষতা তো অসামান্য । কলকাতায় এলে আমি ওঁর বাড়িতে যেতাম ।"

আরও পড়ুন:অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত, শোকপ্রকাশ মমতার

এ দিন জয় সেনগুপ্ত আরও বলেন, "এরপর আর সেভাবে ছবি বানাননি গৌতম হালদার । আসলে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আর সেভাবে তিনি ছবি বানাননি । আরেকটা ছবি বানাচ্ছিলেন বটে । তবে, সেটা আর করা হয়নি ।"

এ ছাড়াও 2019 সালে গৌতম হালদারের ছবি 'নির্বাণ' মুক্তি পায় ৷ এই ছবিতে ছিলেন অভিনেত্রী রাখি গুলজার ৷ এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের 'রক্তকরবী'-সহ বিভিন্ন নাটকের নির্দেশনা করেছেন গৌতম হালদার ৷

Last Updated : Nov 3, 2023, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details