কলকাতা, 21 জুলাই: বাংলা ছবির জগতে সেনসেশনাল অভিনেত্রী তুহিনা দাস ৷ অরিন্দম শীলের 'আসছে আবার শবর' ও অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ' ছবিতে তাঁর অভিনয় আলাদা করে নজর কাড়ে দর্শকদের ৷ এবার তাঁকে দেখা যাবে অভিজিৎ নায়েকের পরিচালনা ও প্রযোজনায় নতুন ছবি 'সিঁড়ি'তে। ইতিমধ্যেই ছবির শুটিং করে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন ডাবিংয়ে ৷
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, "এই ছবির প্রযোজনা এবং পরিচালনা দুইই আমার। তাই দুই দিক নিয়েই আমার চিন্তা একটা ছিল। তবে সকলকে নিয়ে কাজ করেই আমি খুশি। দারুণ অভিজ্ঞতা হল। এই ছবিতে তুহিনাকে একেবারে অন্যভাবে আবিষ্কার করবে দর্শক।" তুহিনা বলেন, "এই ধরনের চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি। খুব কম সময়ের মধ্যে পুরো শুটিং শেষ করতে হয়েছে ৷ যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ৷ তার প্রমাণ দর্শকরা ছবিতে পাবেন । আমার খুব ভালো লেগেছে কাজটা করতে পেরে।"
প্রযোজনা থেকে পরিচালনার কাজে হাত দিয়েছেন অভিজিৎ নায়েক ৷ তাঁর পরিচালনায় প্রথম ছবি 'সিঁড়ি' ৷ গল্প আবর্তিত হয়েছে সুমিতা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। এই চরিত্রেই রয়েছেন তুহিনা দাস। জানা যায়, সুমিতা ছোটবেলায় তাঁর বাবাকে হারিয়েছেন। যার ফলে তাঁকে এবং তাঁর মা-কে দিন কাটাতে হয় মামাদের দয়াতেই। বড় হওয়ার পরে নিজের চেষ্টাতেই একটি কল সেন্টারে চাকরি পায় সে।
আরও পড়ুন: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', এক ফ্রেমে বুম্বা-যীশু-অনির্বাণ; সঙ্গী জয়াও